Home » Border Gavaskar Trophy: ব্যর্থ রোহিত-বিরাট, রান পেলেন না রাহুলও! দ্বিতীয় দিনেও পিছিয়ে ভারত, প্রশ্নের মুখে অধিনায়ত্ব

Border Gavaskar Trophy: ব্যর্থ রোহিত-বিরাট, রান পেলেন না রাহুলও! দ্বিতীয় দিনেও পিছিয়ে ভারত, প্রশ্নের মুখে অধিনায়ত্ব

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২৭ ডিসেম্বর: ভারতের ‘মাথাব্যথা’ হেডকে বুমরাহ শূন্যরানে ফিরিয়ে দিলেও চাপের মুখে দলের ব্যাটন কাঁধে তুলে নিলেন কিংবদন্তি স্টিভ স্মিথ। যার সৌজন্যে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৪ রান জুড়ে দেয় স্কোরবোর্ডে। সেই রান তারা করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয়ে ভারত। যশস্বীর করা ৮২ রানের জেরে দল ১৬৪ ছুঁলেও, রোহিত-বিরাটরা ফের ব্যর্থ। বেশি রান পেলেন না কে এল রাহুলও। হেজ পরিবর্তে দলে জায়গা করে নিয়ে আবারও নজরকারা বোলিং করলেন স্কট বোল্যান্ড। বিরাটের পর আকাশদীপ পরপর দুই ব্যাটারকে ফিরিয়েছেন তিনি। দ্বিতীয় দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে ভারত এখনও ৩১০ রান পিছনে। গত টেস্টে ফলো-অন কাটিয়ে বের হতে পারলেও এই টেস্টে ভারত তা পারবে কি না দেখতে মুখিয়ে সমর্থেকরা।

আরও পড়ুনঃ রোজ কমপক্ষে ৭ ঘন্টা না ঘুমালে কী বিপদের দিকে এগোচ্ছেন, জানলে থ হবেন!

অজিদের দেওয়া ৪৭৪ রানের বিশাল লক্ষ্য তারা করতে গিয়ে প্রথমেই ভারত হারায় দলের ওপেনার তথা অধিনায়ককে। ৫ বল খেলে ৩ রানে মাঠ ছাড়েন তিনি। তাঁকে আউট করেন অজি অধিনায়ক প্যাট কামিংস। সেয়ানে সেয়ানে লড়াইয়ে জিতে যান তিনি। এরপর রাহুল ব্যাটে নেমে ভাল ছন্দেই খেলা শুরু করেছিলেন। তবে ফের কামিংসের দুর্দান্ত একটি বলে ছন্দপতন। অজি অধিনায়কের বল রাহুলের উইকেট ছিটকে দেয়। ২৪ রানে সাজঘরের দিকে পা বাড়ান তিনি। অন্যপ্রান্তে একনাগাড়ে ভাল খেলে যাচ্ছিলেন যশস্বী। এরপর ভারতের কিংবদন্তি বিরাট কোহলি ব্যাটে নামলে দুজনের নিখুঁত মেলবন্ধনে খেলায় ফিরতে শুরু করেছিল ভারত। তবে ফের কাঁটা হয়ে দাঁড়াল কামিংস যশস্বীকে তুলে নিয়ে কোমর ভেঙে দিল ভারতীয় ব্যাটিংয়ের। এরপর স্কট বোল্যান্ডকে উইকেট দিয়ে ফিরে যান কোহলিও। ১০ মিনিট যেতে না যেতেই শূন্য রানে বোল্যান্ডকে আরেকটি উইকেট দেন আকাশদীপ। কার্যত দ্বিতীয় দিনের শেষেও খেলায় দাপট অজিদের। আপাতত পিচে টিকে পন্থ ও জাদেজা। আজ স্কোরবোর্ডে ভারত ১৬৪/৫। কাল তাঁরা যত বেশি রান বোর্ডে জুড়তে পারবেন ভারতের জন্য ততই মঙ্গল।

আরও পড়ুনঃ গান্ধীর স্মরণে নব সত্যাগ্রহ, শতবর্ষ পূর্তির সৌজন্যে বৈঠক শুরু কর্ণাটকে

দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সমালোচনায় মুখরিত ক্রিকেটবোদ্ধারা। তাঁদের মতে প্রথমদিনের শেষ ওভার বুমরাহকে দিয়ে করানো অন্যতম ভুল ছিল রোহিতের। যার ফলে দ্বিতীয় দিনের প্রথম ওভার সিরাজের হাতে বল তুলে দিতে বাধ্য হন অধিনায়ক। ও সিরাজ প্রথম ওভারেই ৯ রান খেয়ে আত্মবিস্বাস উপহার দেন অজি ব্যাটারদের। অন্যদিকে দুটি স্পিনার খেলিয়েও মেলবোর্নে প্রথম দিনে তাঁদের বল করানো হয়েছে মাত্র নেওয়া হয়েছে ৩৮ ওভার। রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দরকে দ্বিতীয় দিনেও অনেক দেরিতে বল দিয়েছেন অধিনায়ক। কার্যত সমালোচকদের বক্তব্য, স্পিনার নিলেও তাদের কাজে লাগাতে পারল না ভারত। এখন দলকে এই খাদের মুখ থেকে পন্থ-জাদেজা বার করে নিয়ে যেতে পারে কি না চোখ থাকবে সেদিকে।

About Post Author