Home » Manmohan Singh: প্রয়াত মনমোহন সিংহকে শ্রদ্ধা জানাতে বাড়িতে হাজির মোদি, শাহ, রাহুলরা

Manmohan Singh: প্রয়াত মনমোহন সিংহকে শ্রদ্ধা জানাতে বাড়িতে হাজির মোদি, শাহ, রাহুলরা

সময় কলকাতা ডেস্ক, ২৭ ডিসেম্বর: পরলোকে গেলেও তাঁকে মনে রাখবে ভারতীয় রাজনীতি। পুঁথিগত হোক সামাজিক শিক্ষা তাঁর জুড়ি মেলা ভার। ক্লাসে কখনও দ্বিতীয় হননি তিনি। একদা ছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরও। দেশের অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন এক সময়। ২০০৪ সালে কংগ্রেসের হয়ে নির্বাচনে জিতে হন দেশের প্রধানমন্ত্রী। ৯২ বছর বয়সে তাঁর মৃত্যুতে শোকাহত গোটা দেশ। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়ানে মর্মাহত বিরোধী শিবিরও। শুক্রবার সকালে মনমোহন সিংহকে শেষ শ্রদ্ধা জানাতে নয়াদিল্লির মোতীলাল নেহেরু মার্গে পৌঁছে গেলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে সেখানে যোগ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডাও। রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে শুক্রবার সকাল থেকে মনমোহন সিংয়ের মৃতদেহ প্রণামে তাঁর বাড়িতে একে একে জড়ো হচ্ছেন শাসক এবং বিরোধী দলের নেতারা। সূত্রের খবর, গান স্যালুট সমেত পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে আগামী শনিনার।

আরও পড়ুনঃ গান্ধীর স্মরণে নব সত্যাগ্রহ, শতবর্ষ পূর্তির সৌজন্যে বৈঠক শুরু কর্ণাটকে

দলের বর্ষীয়ান নেতা, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে তাঁর বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এ ছাড়াও অনেক বিজেপি নেতা তাঁর বাড়িতে পৌঁছেছেন। প্রত্যাশা মতই সেখানে রয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও দাদা রাহুল গান্ধীও।

সূত্র মারফত জানা গিয়েছে, মনমোহনের কনিষ্ঠা কন্যা ক্যালিফর্নিয়ায় স্ট্যানফোর্ড ল’ স্কুলের অধ্যাপক। সেখান থেকে তিনি শুক্রবার বিকেলে দেশে ফিরবেন। সেই কারণেই শেষকৃত্য হবে শনিবার। শেষকৃত্যের পর মনমোহনের অস্থি নিয়ে যাওয়া হবে কংগ্রেসের সদর দফতরে। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাত দিন জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ‘জাতীয় শোক’ ঘোষণা হওয়ার অর্থ, এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব জি পার্থসারথি দেশের সকল মুখ্যসচিব এবং অন্য উচ্চপদস্থ আমলাদের এই মর্মে চিঠি দিয়েছেন।

আরও পড়ুনঃ Australian Squad for 4th test: মেলবর্ন টেস্টের প্রথম একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া, সমস্ত জল্পনা উড়িয়ে দলে রয়েছেন হেড

৯২ বছর বয়সি মনমোহনের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বৃহস্পতিবার। তাঁকে রাত ৮টা নাগাদ দিল্লি এমসের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন।

About Post Author