সময় কলকাতা ডেস্ক:- রাজ ঘাটের কাছেই হবে মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ ।কংগ্রেসের দাবি মানল কেন্দ্র।কংগ্রেসের তরফে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরীর দাবি জানানো হয়। দেশের অন্যান্য বিরোধী দলগুলিও কংগ্রেসের দাবিকে সমর্থন জানায়। বিরোধীদের চাপ এবং সমালোচনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। এবার তাই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরির তোড়জোড় শুরু করল কেন্দ্র। সূত্রের খবর, মনমোহনের স্মৃতিসৌধ তৈরির জন্য জমি দেখার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জমি শনাক্ত করা হয়েছে। সেগুলি নিয়ে মনমোহনের পরিবারের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
যদিও এ নিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। বিজেপি অভিযোগ করেছে, কংগ্রেস জীবিত অবস্থাতেই মনমোহনকে অপমান করেছে। এখন এ নিয়ে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। শুধু স্মৃতিসৌধ তৈরি নয়, মনমোহনকে ভারতরত্ন দেওয়ার ব্যাপারেও ভাবনা চিন্তা করছে কেন্দ্র। সূত্রের দাবি, ইতিমধ্যেই সরকারের শীর্ষস্তরে এ নিয়ে আলোচনা করা হয়েছে।
জানা গিয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখে দাবি করেন, রাজঘাটের আশেপাশে কোথাও জমি নির্দিষ্ট করে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিস্থল তৈরি হোক। একপ্রকার চাপে পড়ে সেই দাবি মেনে নিতে চলেছে অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু যেখানে স্মৃতিসৌধ তৈরি হবে সেখানে শেষকৃত্য সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়নি। শেষকৃত্য হয়েছে নিগমবোধ ঘাটে। যা নিয়ে ক্ষুব্ধ রাহুল গান্ধী। রাহুলের সাফ কথা, “মনমোহন সিং সর্বোচ্চ সম্মান এবং নির্দিষ্ট ‘সমাধিস্থল’ পাওয়ার যোগ্য। এটুকু সম্মান সরকার দেখাতেই পারত। নিগমবোধ শ্মশানে শেষকৃত্য করে দেশের প্রথম শিখ প্রধানমন্ত্রীকে অপমান করেছে মোদি সরকার।”
সূত্রের খবর, যমুনা নদীর ধারে রাজঘাট, রাষ্ট্রীয় স্মৃতি স্থল ও কিষান ঘাটে এক থেকে দেড় একরের মত তিনটি জমি চিহ্নিত করা হয়েছে। রাজঘাটের কাছে যেখানে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধীর স্মৃতিসৌধ রয়েছে, তার কাছের একটি জমিতে স্মৃতিসৌধ তৈরির সম্ভাবনাই বেশি। তবে বিকল্প হিসাবে চৌধুরী চরণ সিংয়ের স্মৃতিসৌধের কাছেও জায়গা দেখে রাখা হয়েছে। জমি চিহ্নিত করার পরে এ ব্যাপারে মনমোহনের পরিবারের মত চাওয়া হয়েছে। পরিবার যেখানে চাইবে সেখানেই প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ তৈরি করবে কেন্দ্র সরকার।


More Stories
SIR :৭২ ঘন্টা কাটতে না কাটতেই দুটি আত্মহত্যা,একটি আত্মহত্যার চেষ্টা, মুখ্যমন্ত্রী দায়ী করলেন বিজেপিকে
SIR বা বিশেষ নিবিড় সংশোধন বঙ্গ সহ ১২ রাজ্যে জারি করল নির্বাচন কমিশন
নর্মাল রেপ ঠিকই আছে: দত্তপুকুর ধর্ষণ কাণ্ডে সিপিএম নেতার মন্তব্য ঘিরে ঝড়