সময় কলকাতা ডেস্ক:- অ্যাসপিরিন ৭৫ এমজি। এক স্ট্রিপ ট্যাবলেটের দাম মেরেকেটে দশ টাকা। তাতেই সারবে অন্তঃসত্ত্বার গুরুত্বপূর্ণ শারীরিক জটিলতা। বাংলার স্বাস্থ্য দপ্তর ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশনের অধীনে তৈরি করেছিল একটি বিশেষজ্ঞ কমিটি দল। সেই কমিটি বাংলা জুড়ে একটি সমীক্ষা চালায়। বেশ কিছু অন্তঃসত্ত্বা মহিলার ওপর ‘স্টাডি’ করে দেখা যাচ্ছে ‘লো ডোজ অ্যাসপিরিন’ তাঁদের একাধিক শারীরিক জটিলতা কমাতে সাহায্য করছে।
উচ্চ রক্তচাপ, প্রস্রাবে প্রোটিন, প্রচণ্ড পেটব্যথা, মাথাব্যথা, শ্বাসপ্রশ্বাসে অসুবিধা প্রি একল্যামপসিয়া-র উপসর্গ। স্বাস্থ্য দপ্তরের নিদান, মেডিক্যাল অফিসার অন্তঃসত্ত্বার শারীরিক অবস্থা খতিয়ে দেখে লো ডোজ অ্যাসপিরিন দিতে পারেন। অন্তঃসত্ত্বার ফেটাল গ্রোথ রেস্ট্রিকশন বা এফজিআর-এর ক্ষেত্রেও লো ডোজ অ্যাসপিরিন দেওয়ার নিদান দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এফজিআর উপসর্গ? নীলরতন সরকার মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. রুণা বল জানিয়েছেন, এফজিআর বা ফেটাল গ্রোথ রেস্ট্রিকশনের ক্ষেত্রে গর্ভের মধ্যে ভ্রূণের বিকাশ সঠিকভাবে হয় না। এই সব ক্ষেত্রে কাজে আসে লো ডোজ অ্যাসপিরিন। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল অ্যান্ড রিসার্চ (আইসিএমআর) এই নিয়ে একটি সমীক্ষা চালিয়ে তাতে ফল পেয়েছে।
নীলরতন সরকার মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. রুণা বল জানিয়েছেন, প্রি একল্যামপসিয়া অর্থাৎ অন্তঃসত্ত্বা অবস্থায় প্রসূতির চূড়ান্ত হাইপারটেনশন। যা তাঁর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শারীরিক এ অবস্থায় ইউরিনে প্রোটিন আসে। দ্রুত রোগ নিরাময় না করলে প্রি একল্যামপসিয়া থেকে কিডনি-লিভারের মতো শরীরের একাধিক অঙ্গের ক্ষতি হতে পারে। নষ্ট হতে পারে প্ল্যাসেন্টা। গর্ভাবস্থায় মা ও ভ্রূণের মধ্যে এই প্ল্যাসেন্টার মাধ্যমে ভ্রূণের বিকাশ ঘটে।
সম্প্রতি কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক আর কলকাতা জেলার ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসারকে স্বাস্থ্য দপ্তরের তরফে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, অন্তঃসত্ত্বাদের শারীরিক জটিলতা কমাতে তাঁদের ‘লো ডোজ অ্যাসপিরিন’ (৭৫ এমজি) সুপারিশ করা হচ্ছে। তবে শুধুমাত্র স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসাররাই অন্তঃসত্ত্বাদের শারীরিক পরীক্ষা করে এই ওষুধ দিতে পারবেন। মূলত দু’টি অসুবিধার ক্ষেত্রে এই লো ডোজ অ্যাসপিরিন সুপারিশ করার বার্তা দিয়েছে স্বাস্থ্য দপ্তর। একটি প্রি-একল্যামপসিয়া অন্যটি ফেটাল গ্রোথ রেস্ট্রিকশন বা এফজিআর।


More Stories
বারাসাতে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ,একটি চোখ এবং একটি চাকরির প্রতিশ্রুতি -নেপথ্যে কী?
১০৫ বছর বয়স! চিকিৎসকের বুকে বসল পেসমেকার
নদীর জলে ক্যান্সারের বীজ!: আইসিএমআর