নিজস্ব প্রতিনিধি: সোমবার থেকে ব্যাপকভাবে কর্মীছাঁটায় শুরু করবেন ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের বর্তমান মালিক মেটা সিদ্ধান্ত নিয়েছে ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। ফেসবুক কর্তৃপক্ষের বক্তব্য মূলত পারফরমেন্সের নিরিখেই এই ছাঁটাই পর্ব শুরু হবে। জার্মানি, ফ্রান্স ,নেদারল্যান্ড এবং ইতালি অবশ্য এই ছাঁটাইয়ের আওতায় পড়বে না ,সেই সব দেশের শ্রম আইনের জন্য।
কিন্তু ইউরোপের অন্যান্য দেশ বিশেষত এশিয়া এবং আফ্রিকায় ফেসবুক কর্মীদের উপর এই ছাঁটাইয়ের কোপ পড়তে চলেছে। ইতিমধ্যে ভারতবর্ষে ইনফোসিসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মহীশূরের কয়েক হাজার শিক্ষানবিশকে তারা কোন নোটিশ ছাড়াই ছাঁটাই করে দিয়েছে। কর্মী সংগঠন এইভাবে বিনা নোটিশে ছাঁটাই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। যদিও ইনফোসিস কর্তৃপক্ষের বক্তব্য এই কর্মীদের পারফরম্যান্স বিচার করেই ছাঁটাই করা হয়েছে।
More Stories
প্রভিডেন্ট ফান্ডের পেনশন বাড়র সম্ভাবনা, সুপারিশ সংসদীয় স্ট্যান্ডিং কমিটির
চুক্তিভিত্তিক ড্রাইভারদের নয়া বেতন কাঠামো ঘোষণা নবান্নের
দ্বিতীয় দিনে বদলে গেল ভারতীয় ব্যাটিংয়ের চালচিত্র, অজি বোলারদের পরীক্ষা নিচ্ছেন যশস্বী