সময় কলকাতা, নিজস্ব প্রতিনিধি:-ভিন্ন ধর্ম ভিন্ন সম্প্রদায়ে বিবাহ এখন বহুল প্রচলিত। ধর্মীয় বিধি নিষেধের বেড়াজাল কেটে এখন বহু প্রেমিক প্রেমিকা বিবাহ করছে। সমাজও অনেকাংশে মেনে নিচ্ছে এই ভিন্ন ধর্ম বিবাহ। পরিবারের অমতে বিয়ে করার কারণে ধুমধাম করে মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করল পরিবার। নিঃসন্দেহে বর্তমান যুগের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ঘটনা বিতর্কের সৃষ্টি করেছে।
ঘটনা সূত্রপাত
চাপরার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা একটি মেয়ে পরিবারের তীব্র আপত্তি সত্ত্বেও ভিন্ন সম্প্রদায়ের একটি ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে। বিয়ের পরেও পরিবারের তরফ থেকে যোগাযোগ করা হয় মেয়েটির সঙ্গে। মেয়েটি পরিবারের সকলের সামনে দাড়িয়ে পরিবারে ফিরে আসতে অস্বীকার করে। ফলে চরম অসম্মানিত বোধ করেন পরিবারের সকল সদস্যরা। তারপরেই পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় মেয়েটির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করা হবে। তারপরেই দিনক্ষণ দেখে পুরোহিত দেখে রীতিমতো মন্ত্র পাঠ করে শ্রাদ্ধ শান্তি করা হয়। পাশাপাশি এলাকার বাসিন্দা এবং আত্মীয়-স্বজনদের ডেকেও খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়।
পরিবারের বক্তব্য শুধুমাত্র যে তারা অসম্মানিত হয়েছে এমনটা নয়। শ্রাদ্ধানুষ্ঠান করে সমাজে তারা বার্তা দিতে চান এরকম ঘটনা যেন কোন পরিবারের মেয়ে না ঘটায়। পরিবারের আরও বক্তব্য পরিবারের প্রতিটি সদস্যের উচিত পরিবারের সম্মান রক্ষা করা পাশাপাশি পরিবারের সঙ্গে আলোচনা করে কোন সিদ্ধান্ত নেওয়া।
অনুষ্ঠানে আগত এলাকার বাসিন্দাদের বক্তব্য, আগামী দিনে যাতে গ্রামে এ ধরনের কোনো ঘটনা না ঘটে তাই এই শ্রাদ্ধানুষ্ঠান করেছে ওই পরিবার।
More Stories
মুর্শিদাবাদে কত বাড়ি ক্ষতিগ্রস্ত?দ্রুত সমীক্ষার কাজ শেষ করার নির্দেশ মুখ্য সচিবের
রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর খোলা চিঠি
ডুয়ার্সের পর্যটন শিল্পে নতুন পালক! খুলে গেল পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান