সময় কলকাতা ডেস্ক:- শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, পিঠের দিকে রয়েছে আগুনের ছ্যাঁকার দাগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক শিশুর দেহ হাওড়ার ডোমজুড়ে। শিশুটিকে হত্যা করা হয়েছে বলেই দাবি স্থানীয়দের। মৃত শিশুর নাম শেখ আয়ুষ (৪)। অবিলম্বে শিশুটির হত্যাকারীকে খুঁজে বার করার দাবিতে উত্তাল এলাকা। রমজান মাসে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ডোমজুড়ের শলপ ডাঁসপাড়া এলাকায়।
শিশুটির দেহ আগলে রেখে এ দিন বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। স্থানীয়দের দ্রুত তদন্তের আশ্বাস দিয়ে পুলিশ শিশুটির দেহ ডোমজুড় হাসপাতালে নিয়ে গিয়েছে ময়না তদন্তের জন্য।
এক প্রতক্ষ্যদর্শী জানিয়েছেন, শিশুটি যে জামাটি পড়েছিল, সেটিই তার গলায় প্যাঁচানো ছিল। উপুড় হয়ে পড়েছিল শিশুটির দেহ। গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নৃশংসভাবে হত্যা করা হয়েছে শিশুটিকে বলে দাবি তাঁদের। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘স্কুলে নিয়ে যাওয়ার জন্য ওর খোঁজ করছিল মা-বাবা। এর পরে আমরা সকলেই খুঁজে থাকি। পরে ঝোপের মাঝে দেহটি খুঁজে পাওয়া যায়। এরকম নৃশংস কাজ যে করেছে, তাকে অবিলম্বে খুঁজে বার করতে হবে।’
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। বাড়ির লোকজন আশেপাশের এলাকায় শিশুটির খোঁজ করতে থাকে। স্থানীয় মসজিদেও ঘোষণাও করা হয়। তবে দীর্ঘক্ষণ খুঁজে না পাওয়া যাওয়ায় এলাকার অনেকেই খুঁজতে বের হয়। বেলা ১২টা নাগাদ শিশুটির দেহ ঝোপের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়।
More Stories
চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে বিজেপি নেতা
কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্য কল্যাণ-মদনের. ‘ব্যাক্তিগত মত’, বলল তৃণমূল, দলের পোস্ট তুলে ধরে পোস্ট করলেন মহুয়া-ও
পহেলগাঁও কাণ্ডের দু’মাস কেটেছে ! দুমাসের মাথায় জানা গেল তিন জঙ্গির পরিচয়! জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ, গ্রেফতার ২ কাশ্মীরি