Home » ‘অভূতপূর্ব মুহূর্ত’, মধ্যরাতে সংসদে ওয়াকফ বিল পাশ হতেই এমনটাই বললেন মোদি

‘অভূতপূর্ব মুহূর্ত’, মধ্যরাতে সংসদে ওয়াকফ বিল পাশ হতেই এমনটাই বললেন মোদি

সময় কলকাতা ডেস্ক:- ‘সংসদে ওয়াকফ বিল পাশ হওয়া একটি অভূতপূর্ব মুহূর্ত। সংখ্যালঘু মুসলিমদের কণ্ঠস্বরে পরিণত হবে এই ওয়কফ সংশোধনী বিল,’ এমনটাই মন্তব্য করলেন মোদি। পাশাপাশি এই বিল ওয়াকফ সম্পত্তি দেখভালের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা নেবে বলে তাঁর বিশ্বাস, বলে জানিয়েছেন তিনি।

ওয়াকফ বিল অন্যায় ও দুর্নীতির যুগের অবসান ঘটিয়ে ন্যায়বিচার ও সাম্যের যুগের সূচনা করবে। এক্স হ্যান্ডলে পোস্ট করে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘ওয়াকফ বিল, ২০২৫ অনুমোদনের মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে চলে আসা অন্যায় ও দুর্নীতির যুগের অবসান ঘটিয়ে ন্যায়বিচার ও সাম্যের যুগের সূচনা হবে। এই গুরুত্বপূর্ণ বিলের জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে, এই বিলকে সমর্থন করার জন্য সমস্ত দল এবং সংসদ সদস্যদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

দেশের মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে এই বিল পাশ মোদী সরকারের দ্বিতীয় বৃহত্তম প্রয়াস। প্রথমটি ছিল তিন তালাক। দরিদ্র মুসলিম মহিলা, পসমন্দা মুসলিমরা দীর্ঘ যুগ ধরে বঞ্চিত হয়ে রয়েছেন। এই বিল তাঁদের উন্নতির লক্ষ্যে কাজ করবে বলেই মনে করছেন মোদী। তিনি বলেন, ‘সংসদে পাশ হওয়া এই বিল সাধারণ ও দরিদ্র মুসলিম মানুষদের অধিকার রক্ষা করবে।’ পসমন্দা মুসলিমরা মূলত এই গোষ্ঠীর পিছিয়ে পড়া অংশ। সামাজিক ভাবে বঞ্চিত এবং অবহেলিত মনে করা হয় তাঁদের।

শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে লেখেন, ‘আর্থ-সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং স্বচ্ছ উন্নয়নের ক্ষেত্রে এই ওয়াকফ বিল পাশ এক চরম মুহূর্ত। যাঁরা দীর্ঘদিন ধরে সংখ্যালঘু হওয়ায় সুযোগের অভাবে ভুগছিলেন, তাঁদের জন্য এই বিল সহায়ক হবে।’ উল্লেখ্য, দু’দিন ধরে সংসদে ম্যারাথন বিতর্কের পর বৃহস্পতিবার রাতে পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল ২০২৫। এ বার রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষা। তার পরই তা আইনে পরিণত হবে।

About Post Author