Home » ইউক্রেনে অবস্থিত ভারতীয় ওষুধের গুদাম ভস্মীভূত করল রাশিয়া

ইউক্রেনে অবস্থিত ভারতীয় ওষুধের গুদাম ভস্মীভূত করল রাশিয়া

সময় কলকাতা ডেস্ক:- ইউক্রেনে পুড়ে ছাই হয়ে গেল ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম। ইউক্রেনের তরফে এক প্রেস-বার্তায় জানানো হয়েছে, রাশিয়ার একটি মিসাইল ভারতীয় ওষুধ কোম্পানি কুসুমের ওষুধ বোঝাই একটি গুদাম উড়িয়ে দিয়েছে। এই ওষুধের গুদামটি অবস্থিত ইউক্রেনের কিয়েভে।

জানা গেছে, এই ওষুধের গুদামটি ইউক্রেনের শিশু এবং সংকটাপন্ন রোগীদের জন্য ওষুধ মজুদ করেছিল। ইউক্রেনের তরফে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া এদিকে মুখে ভারতকে তাদের বিশেষ বন্ধু বলে উল্লেখ করে, ওদিকে সেই ভারতের ওষুধের গুদাম মিসাইল দ্বারা উড়িয়ে দিচ্ছে রাশিয়া।

ইউক্রেনে থাকা ব্রিটেন রাষ্ট্রদূতও উল্লেখ করেছেন, রাশিয়ার হামলায় ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম ভস্মীভূত হয়েছে। তবে, তিনি বলেছেন যে রাশিয়া মিসাইল নয় ড্রোনের হামলায় এ ঘটনা ঘটিয়েছে।

অন্যদিকে রাশিয়ার অভিযোগ, ইউক্রেন গত ৪৮ ঘণ্টায় রাশিয়ার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। যদিও দুতরফের মধ্যে আমেরিকার মধ্যস্থতায় যে কথা হয়েছিল তাতে ঠিক হয়েছিল যে, কোনও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই যুদ্ধে হামলা চালানো যাবে না। ইউক্রেন এই শর্ত লঙ্ঘন করে হামলা চালিয়েছে।

About Post Author