Home » চাপে পড়ে মুর্শিদাবাদে বাবা-ছেলে খুন কান্ডে গ্রেপ্তার ২

চাপে পড়ে মুর্শিদাবাদে বাবা-ছেলে খুন কান্ডে গ্রেপ্তার ২

সময় কলকাতা ডেস্ক:- অশান্ত সামশেরগঞ্জে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করার অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলার জাফরাবাদ। গত সোমবারই রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম জানিয়েছিলেন, ঘটনাটির পৃথক তদন্ত হচ্ছে। জাফরাবাদে এই জোড়া খুনে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তারের খবর জানালেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। তিনি জানিয়েছেন, ধৃতদের একজনকে মুর্শিদাবাদের সুতি এবং অন্যজনকে বীরভূমের মুরারই থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সামশেরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে হিংসার কোনও ঘটনা ঘটেনি। পয়লা বৈশাখ উপলক্ষে বেশ কিছু দোকানপাট খুলেছে। চা, পান, মিষ্টি এবং বেশ কয়েকটি মুদির দোকানও খুলেছে। ধুলিয়ানে রাস্তার ধারে বেশ কিছু ফলের দোকানেও দেখা গিয়েছে ভিড়। স্থানীয় বাসিন্দা অপূর্ব দাস বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী এবং বিএসএফ জায়গায় জায়গায় টহল দেওয়ায় সাধারণ মানুষের মনে আস্থা ফিরেছে। দোকানপাটও খুলেছে। ভয়-ভীতি কাটিয়ে কিছু কিছু লোক রাস্তায় নেমেছে ঠিকই, তবে চাপা আতঙ্ক এখনও রয়েছে।’

উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলার জাফরাবাদে গত শনিবার এক পরিবারের বাড়িতে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। বাবা এবং ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তপ্ত হয়ে ওঠে জাফরাবাদ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বাহিনী। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করে পুলিশ। চাপে পড়ে এই ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে।

সুপ্রতিম সরকার জানিয়েছে, ‘বাবা এবং ছেলের খুনের ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছিল। এলাকার সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছিল। বেশ কয়েকজন দুষ্কৃতীকে চিহ্নিতও করা হয়েছিল। গতকাল (সোমবার) রাতে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা সম্পর্কে ভাই।’ মুর্শিদাবাদ অশান্তিতে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২২১ জনকে।

About Post Author