সময় কলকাতা ডেস্ক:- বাংলা নববর্ষ পালনে ব্যস্ত শান্তিনিকেতন। সকাল থেকেই একের পর এক অনুষ্ঠানের দ্বারা শান্তিনিকেতনে পালিত হচ্ছে নববর্ষ। ভোরে বৈতালিক, সকাল সাতটায় মন্দিরে বৈদিক মন্ত্র পাঠ ও রবীন্দ্র সংগীতের মাধ্যমে বিশেষ উপাসনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ কে স্বাগত জানালো শান্তিনিকেতন। শান্তিনিকেতনের মন্দিরে বিশেষ উপাসনায় বিশ্বভারতীর পড়ুয়া থেকে শুরু করে প্রাক্তনী, আশ্রমিক, অধ্যাপক, কর্মীরা উপস্থিত ছিলেন। ছিলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ।
রবীন্দ্র রীতি অনুযায়ী বাংলা নতুন বছর ১৪৩২ সালকে স্বাগত জানালো শান্তিনিকেতন। ভোর বেলায় বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক, কর্মী, আশ্রমিক রবীন্দ্র সংগীত গাইতে গাইতে শান্তিনিকেতন আশ্রম পরিক্রমা করেন। বৈতালিকের শেষে সকাল সাতটায় শুরু হয় নববর্ষর বিশেষ উপাসনা। শান্তিনিকেতনের মন্দিরে বিশেষ উপাসনায় ছাত্র-ছাত্রীদের পাশাপাশি উপস্থিত উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। উপস্থিত সবাই বৈদিক মন্ত্রপাঠ, রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন।
বাংলা নববর্ষের বর্ষবরণ অনুষ্ঠান সকাল ন’টায় অনুষ্ঠিত হয়েছিল শান্তিনিকেতনের মাধবীবিতানে। পাঠভবন ও শিক্ষাসত্র সহ বিভিন্ন ভবনের ছাত্র-ছাত্রীরা বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিশ্বভারতীর রীতি অনুযায়ী নতুন বছরের কার্ড এবং লাড্ডু বিতরণ পুরনো প্রথা। যা ঐতিহ্যের কথা মাথায় রেখেই যথারীতি পালন করা হয়েছে। সন্ধ্যায় শান্তিনিকেতন গৌড় প্রাঙ্গণের মূল মঞ্চে হবে রবীন্দ্র নৃত্যনাট্য শ্যামা। অংশগ্রহণ করছে বিশ্বভারতী পাঠভবনের কচিকাঁচারা।
More Stories
মুর্শিদাবাদে কত বাড়ি ক্ষতিগ্রস্ত?দ্রুত সমীক্ষার কাজ শেষ করার নির্দেশ মুখ্য সচিবের
রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর খোলা চিঠি
ডুয়ার্সের পর্যটন শিল্পে নতুন পালক! খুলে গেল পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান