শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গল।নামধারীকে ২-০ গোলে হারিয়ে আইএফএ শিল্ড ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।
১৯ মিনিটে খুলে গেল গোলের দরজা। আরও একবার নিজের জাত চেনালেন মহম্মদ বিন রশিদ। প্যালেস্তাইনের এই মিডফিল্ডার অবিশ্বাস্য একটি গোল করে নিজের ছাপ রেখে গেলেন। মিগুয়েলের একটি নিখুঁত হেডার পোস্টে লেগে ফিরে আসছিল। সেই ফিরতি বলটাই একবারে রশিদের সামনে পড়ে যায়। আর বক্সের ঠিক বাইরে থেকে বিশ্বমানের একটি গোল করলেন রশিদ।
এরপর ৪২ মিনিটে ডান পায়ের মাটি ঘেঁষা শটে গোল করেন বিষ্ণু। প্রথমার্ধেই জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করে ইস্টবেঙ্গল। কিন্তু আর গোল হয়নি। শনিবার আইএফএ শিল্ড ফাইনাল। ৩০-তম খেতাব জয়ের লক্ষ্যে লাল-হলুদ ব্রিগেড।
প্রথমার্ধে ম্যাচ ২-০ তে শেষ হওয়ার পর ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ শানায়। কিন্তু প্রেসিং ফুটবল খেলেও নামধারীর রক্ষণ ভাঙা যাচ্ছিল না।
এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে বড় অঘটন না ঘটলে আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি হওয়ার সম্ভাবনা প্রবল। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই নিজেদের গ্রুপের দুটি ম্যাচ জিতে ফাইনালে খেলা নিশ্চিত করেছে। বুধবার মোহনবাগান ইউনাইটেড স্পোর্টসের মুখোমুখি হচ্ছে। ওই ম্যাচে ড্র করলেই ফাইনাল খেলা চূড়ান্ত করবে সবুজ-মেরুন শিবিরও। দুই গ্রুপের শীর্ষে থাকা দল ফাইনাল খেলবে। শিল্ড ফাইনালে কোন দল খেলবে এখনও চূড়ান্ত না হলেও ফাইনালের টিকিট অনলাইনে বাজারে ছেড়ে দিয়েছে আইএফএ। এই নিয়ে অখুশি অস্কার ।।একই সঙ্গে রেফারি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।।


More Stories
বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
গড়াপেটা কাণ্ডে কঠোর লাল বাজার, গ্রেফতার ক্লাব কর্তাই
ঋষভ পন্থ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জয়ের কাণ্ডারি