পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা , ২৭ জানুয়ারি : “গোটা দেশে যদি কেউ বিজেপির আক্রমণ ঠেকাতে পারেন, তবে তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ”আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস (টিএমসি) সুপ্রিমোর সাথে দীর্ঘ বৈঠকের পরে এমনটাই বললেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৪০ মিনিট বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলাখুলি সমর্থন করার বার্তা দিয়ে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ‘গণতন্ত্র রক্ষায়’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর লড়াইয়ের অকুণ্ঠ প্রশংসা করে বিবৃতি দেন।
অখিলেশ যাদব এও বলেছেন, বিজেপির ষড়যন্ত্র সফল হবে না। ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনার (এসআইআর) আড়ালে এনআরসি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে এবং লোকেদের হয়রানি করা হচ্ছে বলেন তিনি। অখিলেশ যাদব উত্তরপ্রদেশের রোল সংশোধন অনুশীলনের অভিজ্ঞতা উল্লেখ করে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন, যেখানে খসড়া তালিকা থেকে প্রায় দুই কোটি উননব্বই লক্ষ ভোটারের মুছে ফেলা হয়েছিল। উল্লেখ্য, উখিলেশ যাদব আগেই বলেছিলেন বঙ্গে এবং উত্তরপ্রদেশে বিজেপির পরাজয় সময়ের অপেক্ষা মাত্র।


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
আসুন না রামের বাণী বলে বই লিখে উন্নয়নের তথ্য তুলে ধরুন, বিজেপিকে চ্যালেঞ্জ সব্যসাচী দত্তের
রাজ্যের মোট ভোটারের চেয়ে গ্রামে ভোটার বেশি! এসআইআরের আশ্চর্য তথ্য উত্তরপ্রদেশে