Home » বি এল আরও অফিসের সামনে প্রকাশ্যেই অস্ত্র হামলা, গুরতর জখম ৮

বি এল আরও অফিসের সামনে প্রকাশ্যেই অস্ত্র হামলা, গুরতর জখম ৮

মুর্শিদাবাদের  বেলডাঙ্গা বি এল আরও (BLRO) অফিসের সামনে ধারালো অস্ত্র নিয়ে হামলায় গুরুতর আহত প্রায় ৮ জন। ঘটনার সূত্রে জানা গিয়েছে যে কাপাসডাঙ্গাএকটি জমি নিয়ে প্রোমোটারদের সঙ্গে ঝামেলা বাধে, এবং তা আদালত পর্যন্ত গড়ায়।অভিযোগ, এলাকার এক প্রমোটার রেকর্ড অফিসারকে ঘুষ দিয়ে, ওই এলাকার অনেকের জমির ভুয়ো দলিল তৈরি করে। এরপর, সে এলাকাবাসীদের অনেকের জমি জোর করে দখল করে নেয়।

এদিন বি.এল.আর.ও অফিসে ওই জমি সংক্রান্ত শুনানি থাকায় জমির মালিক সেখানে উপস্থিত হন। সেখানেই প্রমোটার ও জমির মালিকের মাঝে বচসার সৃষ্টি হয়।এর জেরে, বি.এল.আর.ও অফিসের সামনেই দুইপক্ষের মধ্যে তুমুল ঝগড়া বেধে যায়। এরপর সেই ঝগড়া হাতাহাতির রূপ নেয়।শেষ পর্যন্ত লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল মারপিট শুরু হয়। ঘটনায়  গুরুতর আহত হয় প্রায় ৮ জন।  ঘটনাস্থলে বেলডাঙ্গা থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে বেলডাঙা প্রাথমিক হাসপাতালে ভর্তি করে।পরবর্তীতে, তাদের মধ্যে ৬ জনকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

 

 

 

About Post Author