সময় কলকাতা ডেস্ক : প্রজাতন্ত্র দিবস উদযাপন হচ্ছে সাড়ম্বরে কিন্তু জানেন কি ফ্ল্যাগ কোড বা জাতীয় পতাকা আইনের খুঁটিনাটি? জাতীয় পতাকার সম্মানের অবমাননা যেন না হয় তার জন্য সংবিধানে রয়েছে একাধিক বিষয় সম্বলিত আইন ও ধারা ।
১৯৫০ সাল থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু হওয়ার পরে সংবিধানে জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে অনেক সংশোধন এসেছে বহু বছর ধরে। নির্দিষ্ট করা হয়েছে ফ্ল্যাগ কোডের ধারা। 2002 সালের ফ্ল্যাগ কোডের সাথে সঙ্গে 2005 সালের জাতীয় সম্মান অবমাননা নিরোধক সংশোধনী আইন মিশেছে। তার ফলশ্রুতি সূর্যোদয় তথা পতাকা উত্তোলনের ( যা প্রজাতন্ত্র দিবসে “উদ্ভাসিত” করা হয় ) সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত রাখতে হবে। তেরঙ্গা পতাকা কোনও ভাবেই ভূমি বা জলে যেন না ছোঁয়।
জাতীয় পতাকা আইন বলে যেকোনো ভাবেই পতাকার অমর্যাদা সংবিধানবিরোধী মানা হবে। নোংরা বা বিকৃত পতাকা ব্যবহার করা যাবে না।জাতীয় পতাকা ব্যবহারের পরে তা ছুঁড়ে ফেলে রাখা যাবে না।জাতীয় পতাকা বস্ত্রে বা পরিধানে ব্যবহার করা নিষিদ্ধ। আমাদের অনেকেরই অজানা যে, গাড়িতে জাতীয় পতাকা ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সহ নির্দিষ্ট কিছু পদাধিকারী ছাড়া কেউ গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করতে পারেন না।
প্রজাতন্ত্র দিবসে পতাকা উদ্ভাসিত করার সময় গেরুয়া অংশ উপরে রাখতে হবে। প্রজাতন্ত্র দিবসে ভারতের জাতীয় পতাকা রাষ্ট্রপতি উদ্ভাসিত করেন জাতীয় সংগীত ও ২১ গান-স্যালুট সহযোগে।।
More Stories
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। এই অষ্টম পে কমিশনের মাধ্যমে কতটা বাড়বে বেতন, ডিএ ? কীভাবে বাড়বে বেতন ?
মন্ত্রিসভার সম্মতি অষ্টম পে-কমিশনে, খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা
ছত্তিশগড়ের জঙ্গলে ফের আইইডি বিস্ফোরণ! ১৬ দিনে ৫ টি বিস্ফোরণ, মাওবাদী আতঙ্ক, বড় আতঙ্ক ছত্রিশগড়ে