সময় কলকাতা ডেস্কঃ হিন্দীবলয়ের বাহুবলীদের মতো পর পর শুন্যে গুলি চালানো ভিডিও এবার ভাইরাল হল হুগলীর রিষড়া পৌরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের৷যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সময় কলকাতা’৷ সূত্র মারফত জানা যাচ্ছে ভাইরাল ভিডিওটি বেশ কিছু দিন আগের রাজ্যের বাইরের কোন অনুষ্ঠান বাড়িতে তোলা৷এই ঘটনায় অবশ্য মুখ খুলতে চায়নি রিষড়ার এই দাপুটে তৃণমূল নেতা জাহিদ হাসান খান৷
এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়েছে এই রাজ্যে এর থেকে ভালো কিছু আশা করা উচিত না ৷এই ঘটনায় তারা পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছে। অপর দিকে তৃণমূল জেলা সভাপতি স্নেহাশিস চক্রবর্তী বলেন ভিডিওর সত্যতা যাচাইয়ের বিষয় আছে , আসল বন্দুক না খেলনা বন্দুক সেটা দেখার বিষয় আছে ৷তবে দেখে মনে হচ্ছে ভিডিওটি রাজ্যের বাইরে অন্য কোন জায়গার।
More Stories
হুগলিতে সোনার দোকানে কাজের প্রলোভন দেখিয়ে যুবককে অপহরণ!
মহেশতলার রবীন্দ্রনগরের আইসি-কে পাঠানো হল দার্জিলিঙ
পুরসভারর উদ্যোগে ৫২ টি পানীয় জলের মেসিন বসছে হালিশহরে