সময় কলকাতা ডেস্ক : রাজ্যে পুরসভা নির্বাচনের আগে কর্মীসভায় এসে পুরস্কার ঘোষণা বিধায়কের । যে ওয়ার্ডে দল বেশি ভোট পাবে সেই ওয়ার্ডে সাংসদ ও বিধায়ক তহবিল থেকে কাজের জন্য বেশি টাকা পুরস্কার হিসাবে ধার্য করা হবে ।শুক্রবার টাউন হলে প্রাক নির্বাচনী পর্যালোচনা বৈঠকে এননটাই ঘোষণা করলেন,বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ।এদিন বিধায়ক বলেন, বসিরহাট পুরসভা নির্বাচনে যে বেশি ভোটে জিতে আসবে তাকে তত বেশি উপহার দেওয়া হবে।সেই ওয়ার্ড কাজের জন্য জনপ্রতিনিধিদের তহবিল থেকে ততবেশী টাকা পাবে।
এদিন বসিরহাট টাউন হলে,২৩ টি ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর ও প্রতিটি ওয়ার্ডের বাছাইকরা কর্মীদের নিয়ে বৈঠকে বসেন, বসিরহাট পুরসভার নির্বাচনের কো-অর্ডিনেটর এটিএম আব্দুল্লাহ রনি, বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমিক রায় অধিকারী।
গোষ্ঠীকোন্দ্বল এড়াতে তিনি বলেন,দল যাকে প্রার্থী করবে তাকেই মেনে নিয়ে নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। তারপরেই তিনি ভোটের মাপকাঁঠিতে উন্নয়নের টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেণ। একজন জনপ্রতিনিধির এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই জেলার রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।
More Stories
অবৈধ ভাবে এসে নদিয়ায় গা ঢাকা! বাংলাদেশ ফেরার পথে দালাল-সহ ধৃত দুই অনুপ্রবেশকারী
নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ শিয়ালদহ আদালতের
দাড়ি গোঁফ কাটিয়েও শেষরক্ষা হল না, ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত