সময় কলকাতা, তমশ্রী রুদ্রঃ বিগ বস ১৫-এর ফিনালের শুরুতেই সিদ্ধার্থের স্মৃতিতে সলমনের চোখে জল । বিগ বসের সঞ্চালক সলমন খান এখনও মিস করেন সিদ্ধার্থকে । শুধুই সলমন খান নয়, বিগ বসের মঞ্চে সলমনকে জড়িয়ে কেঁদে ফেললেন সিদ্ধার্থের প্রেমিকা শেহনাজ গিলও । সবার চোখ এখন বিগ বস ১৫-এর ফিনালের দিকে । কে হবে এবারের বিগ বস তা নিয়ে চর্চা নানা মহলে । আর এর মধ্যেই স্ক্রিনে যখন ফুটে ওঠে প্রয়াত সিদ্ধার্থ শুক্লার বিগ বসের মুহূর্তগুলো, তখন আবেগ ধরে রাখতে পারেননি সলমন খান । শেহনাজকে সামনে দেখে যেন আরও দুর্বল হয়ে উঠলেন বলিউডের ভাইজান । সলমনকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন শেহনাজও । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওই ভাইরাল হয়েছে । বিগ বসের সেট থেকেই বন্ধুত্ব, তারপর প্রেমে পরিনত হয় সিদ্ধার্থ ও শেহনাজের সম্পর্ক । সিদ্ধার্থ ও শেহনাজের কেমেস্ট্রি মন জয় করেছিল দর্শকদেরও । দুজনে বিয়েও করবেন বলে ঠিক করেছিলেন ।
প্রসঙ্গত, ২০২১ সালের ২ সেপ্টেম্বর হার্টঅ্যাটাকে হঠাৎই মারা যান সিদ্ধার্থ । সেই স্মৃতি ফুটে উঠল বিগ বসের মঞ্চে । আর তাতেই চোখের জলে ভাসলেন সকল দর্শক ।
More Stories
২০২৪ সালের সেরা একডজন ভয়ের সিনেমা
মহাভারতের অশ্বথামা আজও ঘুরে বেড়াচ্ছেন ভারতের বিভিন্ন প্রান্তে!
Diljit Dosanjh: ‘হিন্দুস্থান কারও বাপের নয়..’ কনসার্ট থেকে কাদের নিশানা করলেন দিলজিৎ?