সময় কলকাতা ডেস্ক: ট্রাক থেকে রেকর্ড পরিমান গাঁজা উদ্ধার করল স্পেশাল টাস্ক ফোর্স।গাঁজা পাচারের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে পুলিস। রবিবার পূর্ব বর্ধমানের শিবতলার এই ঘটনায় ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শিবতলায় একটি ১২ চাকা ট্রাক থেকে এসটিএফ ৮২৪ কেজি গাঁজা উদ্ধার করে ।গোপন সূত্রে খবর পেয়ে, এদিন গভীর রাতে শিবতলায় এলাকায় অভিযান চালায় এসটিএফ । সেখানেই বিপুল পরিমান গাঁজা উদ্ধার করে পুলিশ।ধৃতেরা হলেন, মরণ বালা ও তাঁর ছেলে শুভ বালা। তাঁরা শিবতলা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, এসটিএফ এর আগেও মরণ বালাকে গাঁজার কারবারের জন্য গ্রেপ্তার করেছিল। জেল থেকে ছাড়া পেয়ে সে ফের গাঁজার কারবার শুরু করে। গাঁজার কারবারের জন্য এদিন ফের তাঁদের গ্রেপ্তার করা হয়।
এক এসটিএফ আধিকারিক জানান, “মণিপুর হয়ে এই ট্র্যাকটি পূর্বস্থলী আসছিল।সেখান থেকেই এই গাঁজা বিভিন্ন জায়গায় পাচার হতো ।পুলিশের প্রাথমিক ধারনা, ওই তিনজন আন্তঃরাজ্য মাদক চক্রের সঙ্গে জড়িত।এত বিপুল পরিমান মাদক আসছে কোথা থেকে আসছে ? তা তদন্ত শুরু করেছে এসটিএফ।
More Stories
প্রসঙ্গ বাংলাদেশ : সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাস্তায় মতুয়ারা
জাঁকিয়ে শীত আসবে, গরম কাপড় কেনাকাটার ধুম
সন্দেশখালিতে তরুণী খুনের তদন্ত খতিয়ে দেখতে উপস্থিত মহিলা কমিশন, প্রশ্নের মুখে পুলিশ