সময় কলকাতাঃ পশ্চিম ভারতে এক ছোট্ট জনপদ থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা। যে কোন ব্যক্তির কাছে বড়ই ঈর্ষার। সেই কঠিন স্বপ্নকে বাস্তব করতে ছোট্ট বেলা থেকেই নিজেকে তৈরি করেছে ভারতের গর্ব এই মহিলা মহাকাশচারী।হরিয়ানার পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আ্যরোনটিক্যাল ইঞ্জিনিয়ার হন কল্পনা চাওলা।
আকাশে উড়ে চলা বিমান বরাবরই তাঁকে টানতো।ছোট্ট কল্পনা বাবার সঙ্গে ঘুরত শুধুই বিমানকে কাছ থেকে দেখার জন্য। ১৯৮২ সালে দেশ ছাড়েন কল্পনা চাওলা।পাড়ি দেন আমেরিকায়। সেখানে এবার তাঁর লক্ষ্য এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার। ভর্তি হলেন সেই দেশের টেক্সাস ইউনিভার্সিটিতে। থামালেন না পড়াশোনা আকাশে ওড়ার স্বপ্নকে ছুঁতে চাওলা আরও একটি মাস্টার ডিগ্রি করলেন নিজের পড়াশোনার বিষয়ে। এবার আমেরিকার ইউনিভার্সিটি অফ কলেরাডো থেকে দ্বিতীয় মাস্টার ডিগ্রি শেষ করেন তিনি । তারপরই আসে ১৯৮৮ সাল। স্বপ্নের কাছাকাছি পৌঁছোতে কল্পনা চাওলা যোগ দিলেন নাসাতে। মহাকাশ গবেষণায় পৃথিবীর অন্যতম সেরা সংস্থায় নাসা। ১৯৯১ এ ভারতের নাগরিকত্ব ছেড়ে চাওলা হলেন আমেরিকার নাগরিক। তারপরই শুরু হল তাঁর স্বপ্নকে ছুঁয়ে দেখার যাত্রা। নাসার আ্যরোনটিক্যাল ক্রপসে সুযোগ পেলেন তিনি, সালটি ছিল ১৯৯৫। তারপর তাঁর প্রথম মহাকাশে উড়ে যাওয়ার সুযোগ এল ১৯৯৭ সালে। মহাকাশ যান স্পেশ সাটেল কলোম্বিয়াতে ছয় মহাকাশচারীর এক সদস্য হয়ে ভারতের ইতিহাসে নজির গড়েন তিনি। মহাকাশে প্রথম ভারতীয় মহিলা হিসাবে পাড়ি দিলেন কল্পনা চাওলা। সে এক গর্বের মূহুর্ত সারা দেশের কাছে। নির্বিঘ্নে শেষ হয় তাদের মিশন।সেই যাত্রায় ১৫ দিন ১৬ ঘন্টা মহাকাশে কাটিয়ে ছিলেন তিনি।
২০০৩ সালে আবার সুযোগ এল কল্পনার কাছে। আবার মহাকাশে যাত্রার সুযোগ। এবারও স্পেস সাটেল কলম্বিয়া।এই মহাকাশ যানটি যাত্রার শুরু আগে কিছু সমস্যা দেখা দিয়েছিল । সেটা নাসার পক্ষ থেকে সারানোর জন্য এক দল ইঞ্জিনিয়ারদের নিযুক্ত করা হয়েছিল। তারপর যাত্রা করে মহাকাশ যানটি। ১৬ই জানুয়ারি ২০০৩ সাল।
মহাকাশে নানান গবেষণার পর কল্পনা চাওলা ও ছয় মহাকাশচারী ফিরতি যাত্রা শুরু করে ২০০৩ সালের ১ লা ফেব্রুয়ারী ।এক ভারতীয় মহিলা মহাকাশচারীকে পৃথিবীর বুকে ফিরে আসা দেখতে সারা ভারত তখন দূরদর্শনে চোখ রেখেছে। পর্দায় হঠাৎ ভেসে উঠল নাসার মহাকাশ যান স্পেস সাটেল কলম্বিয়ার দূর্ঘটনার খবর। এক স্বপ্নের যাত্রার খবরে নিভল ভারতের এক স্বপ্ন।আজ ১ লা ফেব্রুয়ারী, ১৮ বছর আগে কল্পনা চাওলার সেই উড়ান শেষ হলেও, সারা দেশ আজও তাঁকে স্মরণ করে ভাবী মহাকাশচারী তৈরীর স্বপ্ন নিয়ে।
More Stories
চন্দ্রযান-৫ অভিযানে অনুমোদন দিল কেন্দ্র ! এবার ২৫০ কেজির রোভার নামবে চাঁদের মাটিতে
এবার সেনাবাহিনীর কনভয়ে হামলা! হামলা চালালো বালোচ বিদ্রোহীরা, ৯০ জন পাকসেনার মৃত্যু!
অবশেষে পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর