সময় কলকাতা ডেস্কঃ ফের পুলিশের তৎপরতায় বানচাল হল বড়সড় ডাকাতির ছক । মঙ্গলবার রাতে, মালদার জাহাজ ফিল্ড এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ একটি ডাকতের দলকে গ্রেপ্তার করে ইংরেজ বাজার থানার পুলিশ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে, ডাকাতির সন্দেহে এই এলাকায় অভিযান চালায় ইংরেজ বাজার থানার পুলিশ । সেখানেই অস্ত্রসস্ত্র সহ গ্রেপ্তার হয় ওই ৫ যুবক। ধৃতদের কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ সহ হাঁসুয়া, চাকু এবং লোহার রডের মতো ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক আনুমান ডাকাতির উদ্দেশ্যেই জাহাজ ফিল্ড এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে জমায়েত হয়েছিল দুষ্কৃতীরা। ফলে ফের বড়সড় অঘটন ঘটার আগেই রক্ষা পেল জাহাজ ফিল্ড এলাকার মানুষ।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে মিঠুন রবি দাস(৩৩), মঙ্গল চৌধুরী (২৪), অমিত সাহা (১৯), অচিন্ত্য মন্ডলের (৩২)বাড়ি ইংরেজবাজার থানা এলাকায়।বাকী দীপক সিংহ (১৯) বর্ধমানের বাসিন্দা। ধৃতদের হেফাজতে নিয়ে ইংরেজবাজার থানার পুলিশ। পাশাপাশি, এই চক্রের সঙ্গে আর কে বারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, সম্প্রতিকালে মালদা থেকে বেশ কিছু চুরি ও ডাকাতির ঘটনা সামনে এসেছে। কিছুদিন্ আগেই মালদার গীতা মোড়ের পাওয়ার হাউস এলাকার একটি আমবাগান থেকে ৫ জনের একটি ডাকাতের দলকে অস্ত্রসস্ত্র সহ গ্রেপ্তার করে মোথাবাড়ি থানার পুলিশ।সেই ঘটনার মাস পার হতে না হতেই, ফের আরেকবার ডাকাতির অভিযোগে অস্ত্রসস্ত্র সহ গ্রেপ্তার হয় ৫ জন দুষ্কৃতি।ফলে, দিন দিন বাড়তে থাকা চোর, ডাকাতের উপদ্রবে রীতিমত নিজেদের নিরাপত্তা নিয়ে ভয়ে রয়েছেন বলে জানান স্থানীয়রা । তবে পুলিশের তৎপরতায় খানিকটা স্বস্তিতে এলাকাবাসী।
More Stories
Sukanya Mondal: ১৫ মাস পর তিহাড় জেল থেকে মুক্তি কেষ্ট কন্যার, জামিন দিল দিল্লি হাইকোর্ট
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
বিচারের বাণী: ধনঞ্জয়ের ফাঁসি