সময় কলকাতা ডেস্কঃ ভালোবাসার আশ্বাস দিয়ে একাধিকবার প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করে এক যুবক। প্রেমিকা বিয়ের কথা বলতেই বেকে বসে ওই যুবক। এরপর ওই যুবকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে প্রেমিকা। অবশেষে পুলিশ এসে ডিজে বাজিয়ে তাদের বিয়ে দেয়। এই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুমেদপুর গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, দুজনেই কুমেদপুর এলাকার একটি মাখনার ফাড়িতে কাজ করতো। ওই ফড়িতে কাজ করতে করতেই ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, প্রেমের সুযোগ নিয়ে তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকবার সহবাস করে ওই যুবক। এরপর তাকে বিয়ে করতে অস্বীকার করে। ফলে কোন উপায় না পেয়ে কুমেদপুর ফাড়িতে পুলিশ আধিকারিকদের দ্বারস্থ হন ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে ওই যুবককে থানায় ধরে নিয়ে আসে পুলিশ। এরপরই পুলিশ দায়িত্ব নিয়ে বিয়ে দেয় তাদের।
স্থানীয় সূত্রে খবর, কাঠিয়ার বাসিন্দা ওই যুবতী অনেকদিন আগেই তার বাবা মাকে হারায়। এরপর যাকে ঘিরে সুখে থাকার স্বপ্ন বুনছিল সে। সে তাকে বিয়ে করতে অস্বীকার করায় পুলিশের দারস্থ হয় যুবতী।
এক্ষেত্রে আইনের রক্ষক নয় বরং অভিভাবকের ভূমিকা পালন করে পুলিশ। যুবককে রীতিমত থানায় ধরে এনে, মা-বাবাহীন মেয়েকে বিয়ে দিলেন তারা। তাদের এই কাজকে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসীরা। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান “যুবতী কাঁদতে কাঁদতে থানায় আসে। যুবতীর বাবা-মা কেউ নেই। যুবতীর থেকে পুরো ঘটনা শোনার পর অভিযুক্ত যুবককে উঠিয়ে নিয়ে আসা হয়। যুবক পুরো ঘটনার কথা স্বীকার করলে থানার উদ্যোগে অনাথ যুবতীর বিয়ের ব্যবস্থা করা হয়।“
More Stories
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭
গোপনে আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেইল, একাধিক বার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
জয়নগর কাণ্ডের ময়নাতদন্ত হবে আজ, মৃতদেহ নিয়ে পুলিশ হাজির কল্যাণী এমসে