সময় কলকাতা ডেস্কঃ মহারাষ্ট্রের পুনের ইয়ারওয়ার্দায় একটি নির্মিয়মান বাড়ি ভেঙে অন্তত ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।আহত অন্তত ৫ শ্রমিক। বৃহস্পতিবার গভীর রাতে পুনের ইয়ারওয়ার্দার শাস্ত্রীনগর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী এসে দুর্ঘটনা স্থল থেকে সকলকে বের করে নিয়ে আসে। পুলিশের বক্তব্য, এলাকায় একটি মল তৈরির কাজ চলছিল। তারই একতলায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুণে ট্রাফিক পুলিশের এক আধিকারিক বলেন, শাস্ত্রীনগর এলাকায় একটি মল তৈরির কাজ চলছিল। ১৬ মিলি মিটার লোহার ব্যাস দিয়ে ভবনের খাঁচা তৈরি করা ছিল। সেই সময় ভবনটির বেসমেন্টে গাড়ি পার্কিংয়ের জায়গায় লোহার খাঁচা ভেঙে পড়ে। সেখানে ১০ জন শ্রমিক কাজ করছিলেন । মাঝরাতে বিকট শব্দ শুনে এলাকার লোকজন ছুটে আসেন। এরপরই তাঁরা দেখেন, নির্মীয়মাণ ভবনটিতে ভেঙে পড়েছে ওই লোহার খাঁচাটি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগে। তারা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।তাদের মধ্যে ৫ জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।বাকি ৫ জনকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। এর মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলেই জানা গিয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
More Stories
ছত্তিশগড়ের জঙ্গলে ফের আইইডি বিস্ফোরণ! ১৬ দিনে ৫ টি বিস্ফোরণ, মাওবাদী আতঙ্ক, বড় আতঙ্ক ছত্রিশগড়ে
ক্ষমা চাইলেন জুকারবার্গ, বললেন ‘অনিচ্ছাকৃত ভুল’! লোকসভা নির্বাচন নিয়ে জুকারবার্গের মন্তব্যে বিতর্ক তৈরি হয়
‘স্বাধীনতার অপমান’, মোহন ভাগবতকে গ্রেপ্তারের দাবি রাহুলের!