Home » দেড় লক্ষের নিচে নামলো দৈনিক আক্রান্তের সংখ্যা

দেড় লক্ষের নিচে নামলো দৈনিক আক্রান্তের সংখ্যা

সময় কলকাতা ডেস্কঃ বেশ কয়েকদিন ধরেই নিম্নমুখী দেশের করোনা গ্রাফ । এবার এক ধাক্কায় দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামল দেড় লক্ষের নিচে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৪৯৪ জন। যা আগের দিনের থেকে ১৩ শতাংশ কম।

এদিন দেশের পটিজিভিটি রেটও নেমে এসেছে ১০ শতাংশের নিচে। পরিসংখ্যান বলছে, দেশের অধিকাংশ রাজ্যেই কমছে আক্রান্তের সংখ্যা। তবে আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ছে দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১০৭২ জনের । দেশের মোট মৃতের সংখ্যা হয়েছে ৫ লক্ষ এর বেশি। দেশে কমতে শুরু করেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। এই নিয়ে পরপর বেশ কয়েক সপ্তাহ কমল দেশের চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১৪ লক্ষ ৩৫ হাজার ৫৬৯ জন। যা আগের দিনের থেকে প্রায় ৯৮ হাজার কম। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ১৭ হাজার ৮৮ জন করোনা থেকে মুক্ত সুস্থ হয়ে উঠেছেন ।

About Post Author