সময় কলকাতা ডেস্ক: নদীয়ায় কংগ্রেসের বিপুল শক্তি বৃদ্ধি। সূত্রের খবর প্রায় ৫০০ জন কর্মী অন্যদল থেকে এসে কংগ্রেসের হাত শক্ত করেন। সোমবার কংগ্রেসের নদীয়া জেলা কার্যালয়ে কল্যাণী পৌরসভার প্রাক্তন কাউন্সিলর এবং তৃণমূলের কল্যাণীর যুব সম্পাদকসহ একাধিক নেতা কংগ্রেসে যোগ দেন। নবাগতরা তৃণমূল, বিজেপি থেকে কংগ্রেসে যোগাদান করে ।পাশাপাশি এসএফআই থেকে প্রায় ২৫০ জন কংগ্রেসে যোগদান করে। ফলে একদিকে যেমন হাতের শক্তি বৃদ্ধি, অপরদিকে তৃণমূল, বিজেপির ভাঙন স্পষ্ট বলে মনে করছেন কংগ্রেস নেতৃত্বরা।
তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই চারিদিকে বিক্ষোভের ছবি সামনে আসে। কেউ টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। আবার অনেকে নিজেদের পছন্দের নেতাকে প্রার্থী হিসাবে না পেয়ে রাস্তায় বিক্ষোভে নামেন। টিকিট না পেয়েই কি তৃণমূলের এমন ভাঙন বলে মনে করছে রাজনৈতিক মহল। জেলা কংগ্রেস সভাপতি বলেন, “ যারা কংগ্রেস ছেড়ে তৃণমূলের গিয়ে তৃণমূলের সৃষ্টি থেকে ছিল তাদের সঠিক মূল্যায়ন হয়নি। তৃণমূলের পুরোনো কর্মীরা বঞ্চিত।তিনি বলেন,“তৃণমূলের কোন আদর্শ নেই। তৃণমূলের আদর্শ ভাঙিয়ে খাচ্ছে কিছু মানুষ । আদর্শে বিচ্যুচির কারণে তারা ফের কংগ্রেসে ফিরে আসছেন।”
More Stories
৫৫ দিনের মাথায় আরজি কর কাণ্ডের চার্জশিট জমা দিল সিবিআই, মূল অভিযুক্তের নাম দেখে কটাক্ষ কুণালের!
ফের রাজ্যসভার সাংসদের বাড়িতে ইডি হানা, ষড়যন্ত্র চলছে বলে ফুঁসে উঠলেন অরবিন্দ
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭