Home » প্রার্থী বদলের দাবি, বিক্ষোভ অবরোধ খড়দহ পুরসভায়

প্রার্থী বদলের দাবি, বিক্ষোভ অবরোধ খড়দহ পুরসভায়

সময় কলকাতা ডেস্ক: পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভে সামিল শাসকদলের নেতাকর্মীরা। প্রার্থী পরিবর্তনের দাবিতে সোমবার সকাল থেকে খড়দহ পুরসভার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন বিক্ষুব্ধ তৃণমূল সমর্থকরা।এই ঘটনাকে কেন্দ্রকরে সকাল থেকে পুরসভার সামনে বিক্ষোভে ফেটে পড়েন। এক বিক্ষোভকারী জানান, খড়দহ পুরসভার প্রর্থীতালিকা নিয়ে দল ছেলেখেলা করছে। ইতিমধ্যেই দুবার বেশ কয়েকটি ওয়ার্ডে প্রার্থী পরিবর্তন করা হয়েছে।তার প্রতিবাদেই আমরা বিক্ষোভে সামিল হয়েছি।

এদিন সকাল থেকে পুরসভার সামনে ত্রিপল পেতে দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল কর্মীরা প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভে সামিল হন। পাশাপাশি তাঁরা পুরসভার সামনে বিটিরোড অবরোধ করেন।পুলিশ অবরোধ তোলার চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে বচসা শুরু হয় আন্দোলনকারীদের দাবি প্রথমে প্রার্থী হিসাবে দল যাদের নাম প্রকাশ করেছিল তাদের নামই চুড়ান্ত করতে হবে। এই দাবিকে সামনে রেখে সকাল থেকে দফায় দফায় রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা।

অবরোধ তুলতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে হাজির হয়। তাঁরা অবরোধকারীদের তুলে দেন। ফের কিছুক্ষণ বাদেই তৃণমূল সমর্থকরা  নতুন করে অবরোধে সামিল হন। আন্দোলনকারীদের দাবি, নিচু তলার কর্মীদের দাবি মেনে প্রথম প্রকাশিত তালিকাকেই মান্যতা দিতে হবে। তা কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের।

About Post Author