সময় কলকাতা ডেস্কঃ ফাল্গুনের আগেই কি বসন্ত ঢুকবে রাজ্যে? আবহওয়ার পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে তেমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। শনিবার সরস্বতী পুজোর দিন যেমন শীতের আমেজ ছিল, তেমনটা আর থাকবে না। মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। এ বার শীতের মাঝেই রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলেছে । যার ফলে রাজ্য জুড়ে কোথাও ভারি আবার কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আবার কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। দক্ষিণ বঙ্গে যেমন বৃষ্টি হয়েছে তেমনি উত্তর বঙ্গের দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পঙের বিভিন্ন এলাকায় তুষারপাতও হয়েছে। প্রায় ১০ বছর পর লাভা, রিশপের মতো পর্যটন কেন্দ্রেগুলিতে তুষারপাতও হতে দেখা গিয়েছে।
সোমবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ২৩.২ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, যত দিন যাবে ধাপে ধাপে তামমাত্রা বাড়তে থাকবে ।পূর্বাভাসে জানানো হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ পরিষ্কার থাকবে । আবহবিদদের মতে , সম্ভবত এর পরের সপ্তাহের শেষের দিক থেকেই সোয়েটার, কম্বল ফের আলমারিতে তুলে রাখতে হতে পারে।
More Stories
তাপপ্রবাহের সতর্কতার মাঝেই চলতি সপ্তাহে মরশুমের প্রথম কালবৈশাখীর বার্তা
মরশুমের শীতলতম দিন কলকাতায়, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি!
ঘন কুয়াশায় ‘অন্ধ’ দিল্লি-সহ উত্তর ভারত, বাতিল ৬০ টি বিমান, বিলম্বে চলছে ৩৬০ টি!