Home » নিঃসন্তানরা চেয়েও পায়না,যারা পায় তারা মর্যাদা দেয় না,সদ্যজাতের দেহ উদ্ধারে উষ্মা প্রকাশ স্থানীদের

নিঃসন্তানরা চেয়েও পায়না,যারা পায় তারা মর্যাদা দেয় না,সদ্যজাতের দেহ উদ্ধারে উষ্মা প্রকাশ স্থানীদের

সময় কলকাতাঃ হাওড়ায় জঞ্জালের ভ্যাটে উদ্ধার হল সদ্যজাতের দেহ। হাওড়া গোলাবাড়ি থানা অন্তর্গত নতুন মন্দিরের পাশে একটি জঞ্জালের ভ্যাট থেকে উদ্ধার হয় দেহটি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । জানা গেছে, স্থানীয় কয়েকজন প্রাতঃভ্রমণে বেরিয়ে জঞ্জালের ভ্যাটে একটি সদ্যজাত শিশুর দেহ পরে থাকতে দেখেন। এরপরই তারা খবর দেন গোলাবাড়ি থানায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি থানার পুলিশ। এর পরই উদ্ধার করা হয় শিশুটির দেহ। কে বা কারা রাতের অন্ধকারে এই ভ্যাটের মধ্যে সদ্যজাত শিশুটি কে ফেলে গেছে তা নিয়ে উঠছে প্রশ্ন । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রেখা সর্দার বলেন তিনি শুনেছিলেন ভ্যাটে একটি শিশু পড়ে রয়েছে । এরপর তিনি গিয়ে দেখেন খবরটা সঠিক । তিনি উষ্মা প্রকাশ করে বলেন অনেক দম্পতি চেয়েও সন্তান পায় না । আর যারা পেল তারা তার মর্যাদা দিল না । আর এক বাসিন্দা অমর সিং জানান তিনি দেখেন ওই ভ্যাটে একটি শিশুর দেহ রয়েছে । এরপর পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ এসে ভ্যাট থেকে শিশুটিকে উদ্ধার করে । শীতের সকালে এভাবে সদ্যজাত  শিশুর দেহ ভ্যাট থেকে উদ্ধারকে কেন্দ্র করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।

 

About Post Author