Home » ফের আশঙ্কা রাজ্যে,বাড়ল দৈনিক করোনা সংক্রমণ

ফের আশঙ্কা রাজ্যে,বাড়ল দৈনিক করোনা সংক্রমণ

সময় কলকাতা: করোনার তৃতীয় ঢেউ থেকে দ্রুত মুক্তি পাওয়ার পথে দেশ। গত কয়েক দিনের ট্রেন্ড মেনে ফের ভারতে অনেকটা কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সপ্তাহের শুরুতে বেশ কিছুটা বেড়েছিল করোনা আক্রান্তের সংখ্যা। তবে স্বাস্থ্যমন্ত্রককে স্বস্তি দিয়ে বৃহস্পতিবার ফের দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এল ৭০ হাজারের নিচে।

বর্তমানে চিন্তার বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা । স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৮৪ জন। যা আগের দিনের থেকে অনেক কম। এদিন দেশের পটিজিভিটি রেটও নেমে এসেছে ৪.৪৪ শতাংশে। যা আগের থেকে অনেকটাই চিন্তামুক্ত করছে চিকিৎসকদের। আক্রান্ত কমলেও দৈনিক মৃতের সংখ্যাটা এখনও ভয় ধরানোর মতো। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১২৪১ জনের।বেশ কয়েকদিন ধরে নিম্নমুখী রয়েছে এক্টিভ কেসের সংখ্যাও ।

তবে ফের আশঙ্কা বাড়ছে রাজ্যে। একটানা বেশ কয়েকদিন ধরেই নিম্নমুখী ছিল কোভিড গ্রাফ কিন্তু গত একদিনে বেশ খানিকটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্যে গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত ৮৮৪ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের। পজিটিভিটি রেট হয়েছে ১.৮৯ শতাংশ। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে একদিনে আক্রান্ত হয়েছেন ১৩২ জন। এরপর রয়েছে কলকাতা। একদিনে এখানে সংক্রমিতের সংখ্যা ১০২। মারণ ভাইরাসকে নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।

About Post Author