Home » তৃতীয়বারের জন্য বাংলাদেশকে থিম কান্ট্রি ৪৫ তম কলকাতা বইমেলায়

তৃতীয়বারের জন্য বাংলাদেশকে থিম কান্ট্রি ৪৫ তম কলকাতা বইমেলায়

সময় কলকাতা ডেস্ক:  করোনার গ্রাফ ক্রমশ নিম্নমুখী হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে রাজ্যে। তাই করোনার গেরো কাটিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা।২৮  ফেব্রুয়ারী থেকে ১৩ মার্চ পর্যন্ত করুণাময়ীর সেন্ট্রাল পার্কে বসবে বইমেলার আসর। রাজ্য সরকারের করোনা বিধি মেনে প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮ টা অবধি খোলা থাকবে বই মেলার দরজা।আগের ঘোষণা অনুযায়ী ৪৫ তম বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ।বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে থিম কান্ট্রি বাংলাদেশের লোগো উন্মোচন হয়। থিমের লোগোর শিল্পরূপ দিয়েছেন বিশিষ্ট শিল্পী মাসুম রহমান। লোগো উদ্বোধনের অনুষ্টানে বাংলাদেশের বিশিষ্ট কবি ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবের রহমানকে স্মরণ করেন। ১৩ ফেব্রুয়ারী থেকে মেলার মাঠে কাজ শুরু হবে বলে গিল্ডের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত প্রতিবছরই জানুয়ারি মাসে আন্তর্জাতিক কলকাতা বইমেলা অনুষ্ঠিত হয়। কিন্তু করোনার ঝোড়ো ইনিংসের দাপটে গতবছর কলকাতা বইমেলা ধাক্কা খায়।করোনার সংক্রমণ ব্যপকভাবে বাড়তে থাকায় বাতিল করা হয় বইমেলা।করোনার তৃতীয় ঢেউয়ের কারণে এবারও নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি কলকাতা বইমেলা।করোনার গ্রাফ কিছুটা নিম্নমুখী হওয়ায় শেষ পর্যন্ত একটু দেরিতে হলেও বইমেলার প্রস্তুতি নিয়েছে গিল্ড।তবে মেলায় করোনা বিধি কঠোরভাবে লাগু করবে বইমেলা কর্তৃপক্ষ। গিল্ডের সদস্যরা জানান,.মাস্ক ছাড়া মেলা প্রাঙ্গনে ঢোকা যাবেনা।পাশাপাশি তাঁরা জানান,আগের ঘোষণা মতোই এবছর মেলার থিম কান্ট্রি বাংলাদেশ। এই বছর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন করা হবে।

৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২ এর পরিবর্তিত সময়সূচি ইন্টারন্যাশনাল পাবলিশার্স এসোসিয়েশন জেনেভার স্বীকৃতি পেয়েছে।বাংলাদেশের ৪২ জন প্রকাশক থাকবেন। মেলায় বাংলাদেশের ৮৫ টি স্টল থাকবে। মেলায় সবমিলিয়ে প্রায়,৬০০ টি স্টল থাকবে প্রায়, লিটিল ম্যাগাজিনের প্রায় ২০০ টি স্টল থাকবে। বইমেলায় মোট ৯ টি গেট করার কথা ভাবা হয়েছে।বাংলাদেশ ছাড়াও ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ইতালি, ইরান, স্পেন,আর্জেন্টিনা, মেক্সিকো এবং অন্যান্য ল্যাতিন আমেরিকার দেশের প্রকাশকরাও মেলায় অংশ নেবেন। এছাড়াও রাজ্যে ও দেশের ভিন্ন প্রকাশকরাও অংশগ্রহণ করছেন। ৩ এবং ৪ মার্চ কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস উদযাপিত হবে। ৬ মার্চ উদযাপন হবে শিশু দিবস। ১১ এবং ১২ মার্চ কলকাতা লিটারেচর ফেস্টিভ্যাল উদযাপন হবে।

About Post Author