Home » ফের বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস,নামতে পারে তাপমাত্রার পারদও

ফের বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস,নামতে পারে তাপমাত্রার পারদও

সময় কলকাতা ডেস্ক : বৃহস্পতিবার থেকেই বঙ্গে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজকের আকাশ সারাদিন হালকা মেঘাচ্ছন্ন থাকবে। কোন কোন জায়গায় দেখা যেতে পারে হালকা রোদ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নামবে ১৭° সেলসিয়াসে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। 

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। কিন্তু এর মধ্যে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে। বৃষ্টি শেষে নামতে পারে পারদও। তাপমাত্রা কমতে পারে প্রায় ৩-৪° সেলসিয়াস, একই সঙ্গে ঘন কুয়াশায় ঢাকা থাকবে উত্তরের জেলাগুলি।  আজ শুকনো আবহাওয়া থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় আবহাওয়া। তবে বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান,পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে। আগামীকাল দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ২ দিন আবারও কমতে চলেছে রাতের তাপমাত্রা। আজ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গেছে।

About Post Author