Home » রোদ ঝলমলে ভালোবাসার দিন

রোদ ঝলমলে ভালোবাসার দিন

সময় কলকাতা ডেস্ক : সু-খবর জানাল হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই রাজ্যে। আগামী কাল অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে পরিষ্কার থাকবে আকাশ।বেশ কয়েকদিন ধরেই কমতে শুরু করেছে রাজ্যের উষ্ণতার পারদ। রবিবার সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা  বাড়লে তা কেটে যাবে।

পশ্চিমী ঝঞ্ঝার দাপট কাটিয়ে আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে উত্তরবঙ্গে। আগামী কাল অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে পরিষ্কার থাকবে উত্তরবঙ্গের সবকটি জেলার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তারপর ৩ দিন সেরকম কোনো পরিবর্তন হবে না আবহাওয়ায়। আগামীকাল থেকে রাতের তাপমাত্রা পরিবর্তন হলেও পরিবর্তিত হবে না দিনের তাপমাত্রা। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ঘন কুয়াশা দেখা দিতে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী ১৪ তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে । আকাশও থাকবে রৌদ্রজ্বল। বেশ কিছুটা কমতে চলেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আবারও ঝঞ্ঝার প্রভাবে বাড়বে শীত। তবে আগামী  তিন দিন আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা। সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা থাকবে গাঙ্গেয় দক্ষিনবঙ্গের বেশ কিছু জেলা।

আজকের সর্বোচ্চ ২৬°সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫° সেলসিয়াস। আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪° সেলসিয়াস। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও চমৎকার রোদ ঝলমল একটি দিন অপেক্ষা করছে যা প্রেম দিবসকে আরও উজ্জ্বল করে তুলবে।

About Post Author