সময় কলকাতা ডেস্ক : বিতর্কিত মন্তব্যের জের, তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে শোকজ করা হল কামারহাটির তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রকে। দলীয় সূত্রে জানা গেছে, এরপরে না সতর্ক না হলে বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। যদিও এ বিষয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র-এর কাছে কোনও শোকজের নোটিশ কিংবা খবর আসে নি বলে জানিয়েছেন তিনি।এ বিষয়ে বিধায়ক মদন মিত্র বলেন, ‘আমি মজার ছলেই পার্থ চট্টোপাধ্যায় কিংবা সৌগত রায়কে নিয়ে মন্তব্য করেছিলাম এতে যদি তারা আঘাত পান তার জন্য আমি ক্ষমা প্রার্থী। দল যদি আমাকে ক্ষমা করে তাহলে আমি খুব খুশি হব।’বৃহস্পতিবার দুর্গাপুরে তৃণমূলের সংগঠনের তরফে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি অনুষ্ঠানে যোগ দেন মদন মিত্র। সেখানে তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের মুখকে হবেন এই প্রশ্ন করা হলে কামারহাটির বিধায়ক বলেন, “আমার তো অভিষেকের মুখটা ভাল লাগে। মিষ্টি বাচ্চা ছেলে। আর কার কাকে ভাল লাগে সেটা আমি কীভাবে বলব? দলে মমতাদির পর অভিষেক ছাড়া আমার ভাল লাগার কেউ নেই। কেউ গোটা, কেউ মোটা, কেউ সোটা।”এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র বিতর্ক। কানাঘুষো শুরু হয়, সৌগত রায়, পার্থ চট্টোপাধ্যায়দের ইঙ্গিত করেছেন কামারহাটির বিধায়ক। যদিও এরপর ফের ফেসবুক লাইভে এসে ক্ষমা চান মদন মিত্র, ইঙ্গিতপূর্ণ ভাবে কাওকে আঘাত করার চেষ্টা করেননি বলে দাবি করেন তিনি।এরপর শুক্রবার দুপুরে বিধায়ককে শোকজ করে দল।
More Stories
Kunal Ghosh: একদা মাদক কাণ্ডে ধৃত পামেলাকে অবস্থানরত চিকিৎসকদের মঞ্চে দেখে কটাক্ষ কুণালের, পাল্টা দিলেন বিজেপি নেত্রীও
US Presidential Election: একে অন্যের বিরুদ্ধে তোপ, ট্রাম্প-কমলা বিতর্কসভায় উঠে এল কী কী বিষয়?
Mamata Banerjee: টলিপাড়ায় নারী নির্যাতন নিয়ে সরব অভিনেত্রী ঋতাভরী, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর সাথে