সময় কলকাতা ডেস্ক : আসন্ন পুরভোটের প্রচার চলছে জোড় কদমে। সেইসঙ্গে আজ বারাসাতের ১০ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। এদিন বারাসাতের ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত পাল এর প্রচারের পাশাপাশি এদিন স্মরণ করা হল প্রয়াত প্রবাদপ্রতিম ফুটবলার সুভাষ ভৌমিকের স্মৃতি। তাকে শ্রদ্ধা জানিয়ে, মাল্যদান করে শুরু হয় এদিনের প্রচার ও স্মরণসভা। এদিনের প্রচার সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ।
এদিনের প্রচার সভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত পাল জানান, ‘এই ওয়ার্ডে অনেক সমস্যা রয়েছে।এখনও অনেক রাস্তা কাঁচা রয়ে গেছে, নিকাশি ব্যবস্থা ঠিক মত নেই, এখানে প্রত্যেকটা গলিতে লাইটের ব্যবস্থা নেই। প্রান্তিক মানুষ গরীব মানুষের জন্য কমিউনিটি সেন্টার নেই। মাঠ গুলো সব বেহাল হয়ে পড়ে রয়েছে। আমি এইসব বিষয়ে কাজ করতে চাই। বারাসাতে ৩৫ টা আসনেই বিপুল ভোটে মানুষের সমর্থনে আমরা জিতব।’
More Stories
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭
গোপনে আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেইল, একাধিক বার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
জয়নগর কাণ্ডের ময়নাতদন্ত হবে আজ, মৃতদেহ নিয়ে পুলিশ হাজির কল্যাণী এমসে