Home » ২০২২ সের আইপিএলের ১৫ তম মেগা নিলাম শুরু

২০২২ সের আইপিএলের ১৫ তম মেগা নিলাম শুরু

সময় কলকাতা ডেস্কঃ  এবার ২০২২ সের আইপিএলের ১৫ তম মরশুমের মেগা নিলাম শুরু হয়েছে। খেলোয়াড় কেনা বেচার নিলাম বেঙ্গালুরুতে চলবে শনিবার ও রবিবার। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানিকভাবে শুরু হয় খেলোয়াড় কেনা বেচার নিলাম। নিলামের আসরে উপস্থিত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ। উপস্থিত রাজীব শুক্লা-সহ বোর্ডের অন্যান্য কর্তারাও। আজ যেসব প্লেয়ারদের নিলামে দর উঠেছে তারা হলেনঃ    কেকেআর-এর জার্সি গায়ে দেখা যাবে শ্রেয়াস আইয়ার, তাঁর দর উঠেছিল ১২. ২৫ কোটি আর  প্যাট কামিন্স-এর নিলামে দর উঠেছিল ৭.২৫ কোটি।

রাজস্থান রয়্যালস-এ এলেন রবি চন্দন অশ্বিন ৫ কোটিতে, ট্রেন্ট বোল্টকে মুম্বাইয়ের কাছ থেকে ৮ কোটি টাকায় ছিনিয়ে নেয় রাজস্থান রয়্যালস। শিমরান হিটমায়ার এলেন ৮.৫০ কোটিতে। রাজস্থান রয়্যালস আরও একজন প্লেয়ারকে কিনে নিল ৭.৭৫ কোটিতে নাম দেবদত্ত পারিক্কল।

দিল্লি ক্যাপিটালসের হয়ে এবার খেলতে ওপেন করতে দেখা যাবে ডেভিড ওয়ার্নার। তাঁর এবারের দর ওঠে ৬.২৫ কোটি

পঞ্জাব কিংস দলে এলেন ভারতীয় দলের আরও একজন ওপেনার শিখর ধাওয়ান। তিনি এলেন ৮.২৫ কোটিতে। কাগিসো রাবাদাকে ও পঞ্জাব কিনে নিল ৯. ২৫ কোটিতে

মহম্মদ সামির জন্য লড়াই শুরু করে আরসিবি। পরে লড়াইয়ে যোগ দেয় গুজরাট টাইটানস, লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত ৬ কোটি ২৫ লক্ষ টাকায় গুজরাট টাইটানস কিনে নেয় ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামিকে।

 

 

About Post Author