সময় কলকাতা ডেস্ক : পুরসভা নির্বাচনে খড়গপুরকে অশান্ত করতে চাইলে পাল্টা জবাব দেবে বিজেপি।রবিবার খড়গপুর শহরে প্রাতঃভ্রমণের পর সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে এমনি হুঁসিয়ারি দিলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, দুদিন আগে উত্তরপ্রদেশের ভোট হয়ে গেল একটা বোমা নেই, বন্দুক নেই। কোন লড়াই নেই বা কোনো অভিযোগ পর্যন্ত নেই। কেউ বলতে পারবেনা রিগিং হয়েছে। পশ্চিমবঙ্গে কেন রিগিং হয়, কেন উৎপাত হয়, কেন পুলিশ দাঁড়িয়ে মজা দেখে। কেন শান্তিপূর্ণ ভোট হয়নি এর জবাব টিএমসিকে দিতে হবে। খড়গপুর পৌরসভা ভোটে যদি অশান্তি হয় কিভাবে সেটাকে শান্ত করতে হয় সেটা আমরা জানি। এবার সেটা দেখিয়ে দেব।
প্রতিদিনের মতো পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে সকালে প্রাতঃভ্রমণে আসেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। চায়েপে চর্চায় যোগ দেন তিনি। এদিন, খড়্গপুরে চায়েপে চর্চা এবং দলীয় প্রার্থীর প্রচারে এসে এক হাত নিলেন তৃণমূল কংগ্রেসকে। এদিন তিনি বলেন, তৃণমূল পার্টি নয় এটি একটি প্রোপার্টি। রবিবার সকালে খড়গপুর স্টেশনের বোগদা এলাকায় চায়পে চর্চায় অংশগ্রহণ করেন দিলীপ ঘোষ। তারপর তিনি খড়্গপুর পুরসভা 2 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী চরণজিৎ সিংয়ের হয়ে বিভিন্ন এলাকা হেঁটে প্রার্থীকে নিয়ে প্রচার করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘তৃণমূলে একটাই পদ, বাকি সব আপদ। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রমাণ করেছেন লোকে আগে হাসাহাসি করত কিন্তু এটাই বাস্তব তৃণমূল আছে তৃণমূলই । কোনো পার্টি নয় এটা প্রোপার্টি যারা ওখানে কাজ করছেন তারা অন্যের চাকরি করছেন। তাদের কোনো অধিকার নেই, কথা বলার কোনো ক্ষমতা নেই।’
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় পদ ছাড়তে চলেছেন এই খবর প্রসঙ্গে তিনি বলেন, ‘লড়াই শুরু হয়ে গেছে সিনিয়র জুনিয়রের, পিসি ভাইপোর, তার পরিনাম যদু বংশের মতো ধ্বংস হবে। ওদের নিজেদের পার্টিতে ওরা ধ্বংস হয়ে যাবে। এটা শুরু হয়ে গিয়েছে। উপর থেকে নিচ পর্যন্ত ঝগড়া, কোন মান সম্মান নেই, কোন ডিসিপ্লিন নেই, বেশি এদিক ওদিক করলে পুলিশ দিয়ে ঢুকিয়ে দেবে থানায়, সেই ভয়ে লোক টিকে আছে আর পয়সা কামানোর জন্য টিকে আছে।’
More Stories
লটারি দুর্নীতিতে মধ্যমগ্রামে তল্লাশি ইডির
ফের অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক! শরীরে একাধিক সমস্যা বলছেন চিকিৎসকেরা
উদ্ধব ঠাকরের পর এবার শিণ্ডের ব্যাগে তল্লাশি চালাল কমিশনের আধিকারিকরা!