Home » কান্দিতে নির্দল প্রার্থীর প্রচারে মুখ্যমন্ত্রীর বন্দনা

কান্দিতে নির্দল প্রার্থীর প্রচারে মুখ্যমন্ত্রীর বন্দনা

সময় কলকাতা ডেস্ক:  তিনি কোনও রাজনৈতিক দলের প্রার্থী নন।তবে নির্বাচনী প্রচারের ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা বজায় রাখতে টিউবওয়েল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন।ভাবছেন তো কিভাবে এটা সম্ভব।অবাস্তব মনে হলেও এমনটাই ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে।কান্দি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে। বিধায়ক থেকে স্থানীয় নেতৃত্বের একাংশ গুরুপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রার্থী হিসাবে চাইলেও দলের প্রকাশিত তালিকা থেকে তিনি বাদ পড়েন। তারপরেই তিনি ৯ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসাবে ভোট ময়দানে নেমেছে।

গুরুপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুগামীরা মনোনয়নপত্র জমা পড়ার পর থেকেই তাঁর হয়ে দেওয়াল লিখন ও প্রচারে নেমেছেন। নির্বাচনী প্রচারের ব্যানারে লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা বজায় রাখতে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি রাখতে গুরুপ্রসাদ মুখোপাধ্যায়কে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে। বিষয়টি নজরে আসার পরেই জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। প্রার্থী গুরুপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই আমি দলের সঙ্গে রয়েছি। এলাকার মানুষ দলনেত্রীর পাশাপাশি তাঁর সৈনিক হিসাবে এলাকায় আমাকে চেনেন।তাই দল প্রার্থী না করলেও আমি নির্বাচনে নির্দল হয়ে লড়াই করছি।

 

About Post Author