Home » ধান বোঝাই ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২

ধান বোঝাই ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২

জয়ন্ত দাস, সময় কলকাতা বীরভূম: ট্রাক ও লরির ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর।বীরভূমের দুবরাজপুর থানার গড়গড়া ব্রিজের কাছে রাণীগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।রাস্তার একটি বড় গর্তে জল জমে যাওয়ার কারণে রাতে একটি মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে।ঘটনাস্থলেই বাইকে থাকা ২ যুবকের  মৃত্যু হয়। বাইকে থাকা ওই দুই যুবকের মৃতদেহ দীর্ঘক্ষণ ধরে ওই ঘাতক ট্রাকের নিচে আটকে থাকে। দুবরাজপুর থানার পুলিশ খবর পেয়ে জেসিবি ও ক্রেন এনে দুই মৃত যুবককে উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দুই যুবক প্রদীপ দাস এবং বিষ্ণু দাস খয়রাশোল ব্লকের নাবড়শোল গ্রামের বাসিন্দা ।কাঞ্চন পাল নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বাইকে ওই ২ জন যুবক দুবরাজপুরের দিক থেকে আসছিলেন এবং পাণ্ডবেশ্বরের দিক থেকে আসছিল ধান বোঝাই ট্রাকটি। বাইকে থাকা ২ যুবক নিজের সাইটে ঠিক যাচ্ছিলেন। কিন্তু ব্রিজের কাছে থাকা গর্তে ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে  সরাসরি ২ জনকে গিয়ে ধাক্কা মারে।  ধাক্কা খেয়ে দুই যুবক দূরে ছিটকে পড়ে ।তাদের উপরেই লরি চেপে যায়। দুবরাজপুর থানার পুলিশ  ক্রেন ও জেশিবি দিয়ে ওই ঘাতক গাড়িটিকে সরানোর ব্যবস্থা করে এবং মৃতদেহ দুটি উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।

About Post Author