জয়ন্ত দাস, সময় কলকাতা, বীরভূম: বিশ্বভারতীর ভাষা ভবনের গেট আটকে বিক্ষোভ বীরভূম জেলার হাইমাদ্রাসা ও স্কুল পড়ুয়াদের । অতিমারি পরিস্থিতি কাটিয়ে সুস্থ হচ্ছে রাজ্য তথা দেশ । খুলছে স্কুল কলেজ । ঠিক তেমনই খুলেছে বিশ্বভারতী ক্যাম্পসও । শুরু হয়েছে পঠন পাঠন । সোমবার বীরভূম জেলার হাইমাদ্রাসা ও অনান্য স্কুল কলেজের পড়ুয়া শিক্ষকদের যৌথ উদ্যোগে চলে বিক্ষোভ কর্মসূচী । তাঁদের দাবি , আরবীক,ফ্রাসী,উর্দু, ইসলামিক এই চার ভাষাতে যারা পঠন পাঠন করতে ইচ্ছুক সেই সব পড়ুয়াদের জন্য দ্রুত এই সমস্ত বিষয়গুলিতে পঠনপাঠনের ব্যবস্থা চালু করতে হবে । পাশাপাশি এই সমস্ত বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য উপযুক্ত শিক্ষকের ব্যবস্থাও করতে হবে ।
স্থানীয় ছাত্রীরা জানান, “আমরা স্থানীয় ছাত্রছাত্রী যারা উচ্চমাধ্যমিকের ২০১৮ সাল থেকে ,বিশ্বভারতী ফর্ম ফিলাপ করেছি তবুও কোনোও ভাবে পঠন পাঠনের সুযোগ পাচ্ছি না । যত তাড়াতাড়ি সম্ভব, বিশ্বভারতীতে আরবিক নিয়ে ডিপ্লোমার পাশাপাশি স্মাতক ও স্মাতকত্তোর কোর্স চালু করতে হবে । ” সোমবার সকালে দীর্ঘক্ষণ বিশ্বভারতীর ভাষা ভবনের গেট আটকে চলে বিক্ষোভ কর্মসূচী ।
এদিন বীরভূম জেলার হাইমাদ্রাসার এক শিক্ষক জানান, ঘরের কাছে বিশ্ববিদ্যালয় থাকলেও পড়ুয়াদের কলকাতায় যেতে হয় । এর ফলে পঠনপাঠন বন্ধ করে দিচ্ছে অনেকে । বিশ্বভারতী জেনে শুনে পড়ুয়া দের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে
More Stories
প্রসঙ্গ বাংলাদেশ : সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাস্তায় মতুয়ারা
জাঁকিয়ে শীত আসবে, গরম কাপড় কেনাকাটার ধুম
সন্দেশখালিতে তরুণী খুনের তদন্ত খতিয়ে দেখতে উপস্থিত মহিলা কমিশন, প্রশ্নের মুখে পুলিশ