সময় কলকাতা ডেস্ক: রাজ্যে বাম শাসনের পরিবর্তন হলেও এতদিন শিলিগুড়ি পুরসভা অধরাই ছিল তৃণমূলের। কিন্তু এবারের পুরসভা নির্বাচনে প্রথমবারের জন্য শিলিগুড়ি পুরসভা নিজেদের দখলে নিল তৃণমূল।প্রাক্তনমন্ত্রী গৌতমদেবকে সামনে রেখে পুরসভার ৪৭ টি ওয়ার্ডে লড়াইতে নেমেছিল শাসক দল।যারমধ্যে ৩৭ টি ওয়ার্ডেই জয় পেয়েছে তৃণমূল। বাকী ১০ টি আসনের মধ্যে বিজেপি ৫ টি আসন, সিপিএম ও কংগ্রেস যথাক্রমে ৪ ও ১ টি আসনে জয় পেয়েছে।পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ড থেকে প্রায় ৩ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন প্রাক্তনমন্ত্রী গৌতম দেব।
শিলিগুড়ি পুরসভায় বিপুল এই সাফল্যের অনেকটা কৃতিত্ব রয়েছে গৌতম দেবের।তাই পুরস্কার হিসাবে ফল প্রকাশের পর তাঁকেই পরবর্তী মেয়র কথা ঘোষনা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।পুরসভা দখলের পাশাপাশি দলনেত্রী মেয়র হিসাবে তাঁর নাম ঘোষনার পরেই সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল সমর্থকরা। পুরসভায় দলের জন্য গৌতমবাবু অবশ্য দলের সমস্ত কর্মী ও শহরের আমজনতাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাঁর উপর আস্থা রেখে দলনেত্রী মেয়র হিসাবে নাম ঘোষণা করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছে। গৌতমবাবু বলেন, মেয়র হিসাবে চেয়ারে বসেই ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলির দ্রুত বাস্তবায়িত করাই তাঁর প্রথম কাজ হবে জানিয়েছেন।
এবারের নির্বাচনে বিজেপি জয় পেয়েছে ৫, ৮, ৪, ১১, ৯ ওয়ার্ডে। ২৯, ৪৫, ১৯, ২২ ওয়ার্ডের দখল নিয়েছে বামেরা। কংগ্রেস জয় পেয়েছে কেবল ১৬ নম্বর ওয়ার্ডে। বাকী ওয়ার্ডগুলি তৃণমূলের দখলে গিয়েছে।বামেরা ৪ টি ওয়ার্ডে জয়ী হলেও পরাজিত হয়েছেন হেভিওয়েট প্রার্থী তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।৬ নম্বর ওয়ার্ডে তিনি প্রায় ৩০০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। পুরসভা ও নিজের পরাজয় সম্পর্কে অশোক ভট্টাচার্য বলেন, মানুষ আমাদের ভালোভাবে নেয়নি। পাশাপাশি বিজেপি থেকে ভোট তৃণমূলের দিকে অনেটাই ঘুরেছে। স্বাভাবিকভাবেই পুরসভা আমাদের হাতছাড়া হয়েছে।
More Stories
ডিগ্রি নেই, অথচ চিকিৎসা করছেন! আর জি কর আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস কাউন্সিলের
এবার স্বাস্থ্যদপ্তর ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের আবেদনের সময়সীমা বেঁধে দিল
আবার পুলিশি ভ্যানে হামলা চালিয়ে, এসআইকে কুপিয়ে অভিযুক্তকে নিয়ে পালাল দুষ্কৃতীরা!