Home » ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ, কমছে দৈনিক সংক্রমন

ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ, কমছে দৈনিক সংক্রমন

সময় কলকাতা ডেস্ক: ওমিক্রন আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ । কমছে দৈনিক সংক্রমনও । খুলছে স্কুল, কলেজ কলকারখানা । গত কয়েক দিন ধরে নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ । তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা । স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ১১৩ জন । যা গত কালের তুলনায় ১০ প্রায় হাজার কম । কমছে অ্যাকটিভ কেসও । বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৭৮ হাজার ৮৮২ । প্রায় ১.১২ শতাংশে নেমে এসেছে অ্যাকটিভ কেস । এই মুহূর্তে ভারতে করোনা পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে প্রায় ৩.১৯ শতাংশ । গত ২৪ ঘণ্টায় সামান্য কমেছে মৃত্যুর সংখ্যাও । ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৪৬ জন । যা গতকালের তুলনায় অনেকটা কম ।

 

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ১৬ লক্ষ ৭৭ হাজার ৬৪১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন । যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯১ হাজার ৯৩০ জন । সুস্থতার হার প্রায় ৯৭.৬৮ শতাংশ । পাশাপাশি বাংলাতেও স্বস্তি ফিরছে । আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫১২ জন । কমেছে পজিটিভ রেটও । পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে প্রায় ১.৪২ শতাংশ । সামান্য হলেও বেড়েছে মৃত্যু । একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন ২৭ জন । পাশাপাশি সুস্থতার হার প্রায় ৯৮.৩৩ শতাংশ ।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৮৩ জন উত্তর ২৪ পরগনার । অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে এই জেলা । আগের দিনের তুলনায় বেশ খানিকটা কমেছে সংক্রমণ । দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা । একদিনে আক্রান্ত সেখানকার ৬২ জন। আগেরদিন ওই জেলায় সংক্রমিতের সংখ্যা ছিল ৮৯। দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে জলপাইগুড়ি। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৩৯ জন। চতুর্থ স্থানে বীরভূম। সেখানে একদিনে সংক্রমিত ৩৫ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে । ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,১০,৯০১।

About Post Author