Home » শিলিগুড়ি কলকাতার মতো ঝকঝকে হবে, মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি কলকাতার মতো ঝকঝকে হবে, মুখ্যমন্ত্রী

সময় কলকাতা ডেস্ক: শিলিগুড়ি পুরসভা তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দিয়েছেন সাধারণ মানুষ। তাঁদের ভরসাকে মর্যাদা দিতে হবে।  করে তুলতে হবে।সোমবার পুরসভা নির্বাচনের ফল প্রকাশের পর বাগডোগরা এয়ারপোর্টে এভাবেই শিলিগুড়িবাসীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি তিনি শিলিগুড়িকে মতুনকরে সাজিয়ে তোলারও আশ্বাস দেন।

প্রসঙ্গত, চলতি বছর থেকেই ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনকে সম্মান জানাতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন দুপুরে কলকাতা থেকে বাগডোগরার উদ্যেশ্যেরওনা দেন মুখ্যমন্ত্রী। বাগডোগরা বিমানবন্দরে নেম তিনি শ্রী পঞ্চানন বর্মার ১৫৭ তম জন্মদিন উপলক্ষে তাঁর মূর্তিতে মাল্যদান করেন। সেখানেই সংক্ষিপ্ত ভাষনে শিলিগুড়িবাসীকে ধন্যবাদ ও অভনন্দন জানান মুখ্যমন্ত্রী। ক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, “উত্তরবঙ্গে ব্যাপক উন্নয়ন হয়েছে। কলকাতা, রাজারহাট যেমন চকচক করছে, তেমনই শিলিগুড়িকেও আরও ঝকঝকে চকচকে করে গড়ে তুলতে হবে।”

 

About Post Author