সময় কলকাতা ডেস্ক : রাজ্যে ১৬ ফেব্রুয়ারি খুলে যাচ্ছে সমস্ত স্কুল। প্রাথমিক থেকে শুরু করে সপ্তম শ্রেণী পর্যন্ত খুলছে স্কুল। আগেই চালু হয়েছিল অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন । এবার চালু হয়ে যাচ্ছে প্রাইমারি ও আপার প্রাইমারি।খোলা থাকবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রও। ফলে সব ক্লাসের পড়ুয়াদের স্কুল যাওয়ার দিন আবার শুরু হচ্ছে।
নবান্ন থেকে সোমবার জানানো হয়েছে,রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশিকা বলবৎ হচ্ছে বুধবার থেকেই।প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বুধবার সমস্ত স্কুল চালু হয়ে যেতে চলেছে।
অতিমারী তথা করোনার দাপটে দীর্ঘদিন বন্ধ ছিল রাজ্যের সমস্ত স্কুলে পঠন পাঠন। অনলাইন ক্লাস চলার মাঝে সম্প্রতি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চললেও দীর্ঘ সময় স্কুলের মুখ দেখে নি অন্য পড়ুয়ারা।অবশেষে প্রায় দু বছর পরে সব ধরণের স্কুল খুলে যাচ্ছে। বুধবার থেকেই স্কুলমুখী হবে প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণীর সব পড়ুয়ারা।
পাশাপাশি সর্বসাধারণের জন্য ২৮ তারিখ পর্যন্ত জারী থাকছে বিধিনিষেধ। জারী থাকবে রাত্রিকালীন বিধিনিষেধও।।
More Stories
ফের পথ দুর্ঘটনায় মৃত্যু স্কুল পড়ুয়ার! ঘটনাস্থল এবার সল্টলেক
Shootout in Hooghly: ফের শুটআউট! এবার হুগলিতে, আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী
ফের শুটআউট রাজ্যে! সাতসকালে মুহুর্মুহু গুলি উত্তর ২৪ পরগনার বনগাঁয়