Home » নির্বাচন শান্তিপূর্ণ করার দাবি,বসিরহাট পুলিশ সুপার অফিস ঘেরাও বিজেপি

নির্বাচন শান্তিপূর্ণ করার দাবি,বসিরহাট পুলিশ সুপার অফিস ঘেরাও বিজেপি

সময় কলকাতাঃ পুরসভা নির্বাচন শান্তিপূর্ণ করার দাবিতে মিছিল বিজেপি প্রার্থীদের। সোমবার টাকি, বাদুড়িয়া, বসিরহাট পুরসভার ৫৬,জন বিজেপি প্রার্থী, সুষ্ঠু নির্বাচনের দাবিতে কালো ব্যাজ পরে ইছামতি ব্রিজে মিছিল করলেন ।মিছিলের পাশাপাশি তাঁরা বসিরহাট পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন । দীর্ঘক্ষণ বিক্ষোভের পর তাঁরা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন ।

পুরসভা নির্বাচনের দিন ঘোষনার পর থেকেই শাসক দল এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। বসিরহাট বিজেপির নেতা কর্মীরা এই অভিযোগ তুলছিলেন।এদিন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে বিজেপি কর্মীরা । বসিরহাট ৭২, নম্বর বাস স্ট্যান্ড থেকে শুরু করে ইটিন্ডা রোড হয়ে এসপি অফিস পর্যন্ত এই বিক্ষোভ মিছিল চলে । এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের নেতৃত্বে  দলের নেতাকর্মীরা, বসিরহাট,বাদুড়িয়া ও টাকি এই তিন পৌরসভার বিজেপি প্রার্থীরা অংশ নেন ।

About Post Author