সময় কলকাতা ডেস্কঃ করোনা সংকট কিছুটা হলেও নিয়ন্ত্রণে, সেই দিকটি খেয়াল রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় দুয়ারে সরকারের বিশেষ শিবির পুনরায় খোলার যে নির্দেশ দিয়েছিলেন ,সেই মোতাবেক মঙ্গলবার জলপাইগুড়ির ফনীন্দ্র দেব বিদ্যালয়ের খেলার মাঠে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এই শিবির। আগামী একুশে ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকবে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
পাশাপাশি মঙ্গলবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা আদিবাসী পরিষদের বৈঠক ছিল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আজ পরিষদের বৈঠক ছিল। মুখ্যসচিব, সমস্ত আধিকারিক এবং উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। আদিবাসীদের সমাজ এগিয়ে চলুক। তাঁদের জমি হস্তান্তর বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের উন্নয়নের জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে। সদস্যেরা খুশি। তাঁরা যা পরামর্শ দিয়েছেন তা আগামী মিটিংয়ের আগে করা হবে। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি-র মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে। উত্তরবঙ্গের ওই দুই বিজেপি নেতার মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
More Stories
দুর্নীতি থেকে সরাসরি সুবিধে পেয়েছেন যাঁরা, এ বার তাঁরাও তদন্তে আতস কাচের নিচে
ঝেঁপে নামল শিলাবৃষ্টি, হাঁসফাঁস গরমে বাঁকুড়ায় কিছুটা স্বস্তি
পরিবারের অমতে বিয়ে করার কারণে মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করল পরিবার