Home » বাংলাদেশি ট্রলার সহ গ্রেপ্তার ৮৮ মৎসজীবী

বাংলাদেশি ট্রলার সহ গ্রেপ্তার ৮৮ মৎসজীবী

সময় কলকাতা ডেস্ক: বেআইনি ভাবে ভারতীয় জলসীমা লঙ্ঘন করায় তিনটি বাংলাদেশী ট্রলার সহ ৮৮ জন মৎসজীবীকে গ্রেপ্তার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। অভিযোগ ভারতীয় জলসীমানার ৩৫ নটিক্যাল মাইল ভেতরে বেআইনি ভাবে ঢুকে পরেছিল ট্রলারগুলি। তা নজড়ে আসে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর। এরপরেই ট্রলার গুলিকে আটক করে বাকি মৎসজীবীদের গ্রেফতার করা হয় বলে খবর। ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। বেআইনিভাবে জলসীমা লঙ্ঘন করায় ট্রলারগুলি  ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর নজরে আসে। নিয়ম অনুযায়ী প্রতি ট্রলারে ১৫ জন করে থাকা উচিত। কিন্তু তল্লাসি অভিযান চালিয়ে  তিনটি ট্রলার থেকে প্রায় দ্বিগুণ ৮৮ জন মৎসজীবীর উদ্ধার হয় । এরপরই ফ্রেজারগঞ্জ উপকূল থানার কমান্ডিং অফিসার এন.পি সিংহের উপস্থিতিতে আটক এফবি আল রাফি, এফবি সোনার মদিনা, এফবি ফাতেমা নামের তিনটি ট্রলার সহ ওই ৮৮ জনকেই বাংলাদেশি মৎসজীবীকে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

তিনটি ট্রলারে এতজন মৎস্যজীবী কি করছিল, তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ।পাশাপাশি মৎস্যজীবীদের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগাযোগ আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ৮৩জন বাংলাদেশিকে কাকদ্বীপ আদালতে তোলা হয়েছে।

About Post Author