Home » ফের ভক্তদের জন্য খুলেছে বেলুড় মঠ

ফের ভক্তদের জন্য খুলেছে বেলুড় মঠ

সময় কলকাতা ডেস্কঃ রাজ্যজুড়ে করোনার তৃতীয় ডেউয়ে সংক্রমণের হার ব্যাপকভাবে বাড়তে থাকে।তাই গত মাসের গোড়ার দিকেই অনির্দিষ্টকালের জন্য সাধারণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল বেলুড় মঠের দরজা।প্রায় দেড় মাস পর ফের ভক্তদের জন্য খুলতে চলেছে বেলুড় মঠ। ২৩ ফেব্রুয়ারি থেকে করোনাবিধি মেনে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মঠ ।বৃহস্পতিবার প্রতিষ্ঠানের অছি পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২৬ ডিসেম্বর স্বামীজির জন্মতিথি পালনের জন্য খুলে দেওয়া হয়েছিল বেলুড় মঠ।তারপর ২৭ তারিখ থেকে করোনা সংক্রমণ অনেকটাই বেড়ে যায়।প্রচুর জনসমাগম লক্ষ্য করে বেলুড় মঠ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।প্রথমে ঠিক ছিল ৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।কিন্তু পরবর্তীকালে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকাল সাতটা থেকে বেলা এগারোটা এবং বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠের দরজা।তবে এই সময়ের মধ্যে ঠাকুর দর্শন বা মহারাজ প্রণাম ইত্যাদি হলেও দেখা যাবেনা আরতি।পাশাপাশি প্রসাদ বিতরণও করা হবে না।কমিউনিটি কিচেনও আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মঠ কর্তৃপক্ষ।শুধু ৪ মার্চ রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে ভক্তদের জন্য সময়সীমা বাড়ানো হবে।প্রসাদ বিতরণও করা হবে ওইদিন। ভক্তদের করোনা বিধি মেনে মাস্ক পরে দুরত্ববিধি মেনে ঢুকতে হবে বলে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ।

About Post Author