Home » ধামসা মাদলের তালে নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী

ধামসা মাদলের তালে নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী

সময় কলকাতা ডেস্ক:  ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন।তার আগে ধামসা মাদলের তালে নিজের নির্বাচনী প্রচারে মাতলেন বাঁকুড়ার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শম্পা দরিপা। জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী এই প্রার্থী প্রচারে গিয়ে বিরোধী দল বামফ্রন্টকে কটাক্ষ করে বলেন “যাঁরা ৩৪ বছরেও বাঁকুড়ায় জল আনতে পারে না তাঁদের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই”।


প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়সী প্রশংসা করে তিনি বলেন “ মুখ্যমন্ত্রী মানুষকে উন্নয়নে দিয়ে ভরিয়ে দিয়েছেন। সাস্থ্য সাথী ,লক্ষ্মী ভান্ডারের ফলে লাভবান হয়েছেন একাধিক মহিলা। এই নির্বাচনে তারা আমাদের সাথেই আছেন।“ ধামসা মাদলের তালে এই অভিনব প্রচারে পা মেলাতে দেখা যায় বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্যামল সাঁতরা, রাজ্যের সহ সভাপতি শুভাশিস বটব্যাল,জেলা যুব তৃণমূল  সভাপতি সন্দীপ বাউরি,  জেলা সংখ্যা লঘু সেলের সভাপতি সৈয়দ হাবিবুর রহমানসহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

 

এই নিয়ে চতুর্থ বারের জন্য বাঁকুড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ড থেকে পুর নির্বাচনে প্রার্থী হয়েছেন শম্পা দরিপা। আগে তিনি বাঁকুড়া বিধানসভার বিধায়ক ও বাঁকুড়া পুরসভায় চেয়ারম্যান ছিলেন তিনি।তাই হাতের তালুর মতো চেনা ময়দানে নিজের জয় শুধু সময়ের অপেক্ষা বলে দাবি তৃণমূল প্রার্থীর।

About Post Author