Home » আর তিনটে নয়,একটি বিলেই মেটানো যাবে পুর কর, ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের

আর তিনটে নয়,একটি বিলেই মেটানো যাবে পুর কর, ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের

সময় কলকাতা ডেস্কঃ এখন থেকে কলকাতা কর্পোরেশন এলাকার বাসিন্দারা একটি মাত্র বিলেই বাড়ির ট্যাক্স দিতে পারবেন।ট্যাক্স ব্যবস্থার সরলীকরণের ঘোষণা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিমের।এবার থেকে একটি বিলেই তিন ধরনের ট্যাক্সের হিসাব দেওয়া থাকবে।কলকাতাবাসী সেই বিল দেখে ত্রৈমাসিক বা বাৎসরিক হিসাবে ট্যাক্স দিতে পারবেন।আজ কলকাতা কর্পোরেশনে জানান মেয়র ফিরাহাদ হাকিম।মেয়র হয়েও বাড়ির ট্যাক্স দিতে গিয়ে পাগল হয়ে গিয়েছিলাম।এবার আর নাগরিকদের সমস্যায় পড়তে হবে না, দাবি তাঁর।আগে সাপ্লিমেন্টারি আউট স্টান্ডিং বিল,পিরিওডিক্যাল  ডিমান্ড ও লেটার অফ ইনটেন্ড বিল আলাদা আলাদা ভাবে নগরবাসীকে পাঠাত হত করপোরেশন।আর তাতেই নাগরিকরা হয়রানির শিকার হত বলে জানিয়েছেন মেয়র।সেই সমস্যা এবার থেকে আর থাকবে না বলে দাবি মেয়র ফিরাহাদের ।নাগারিকদের একদিকে সহজে ট্যাক্স দেওয়ার ব্যবস্থা যেমন করা হয়।একই সঙ্গে এবার কর্পোরেশনের ট্যাক্স থেকে আয় বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।মেয়র জানান শহরের যত্রতত্র হোর্ডিং এর জেরে বাড়ছে দৃশ্য দূষণ।সেই ক্ষেত্রে কেন্দ্রীয় প্রতিষ্ঠান হোক কিম্বা ব্যক্তিগত জায়গাই হোক।সবক্ষেত্রেই কলকাতা কর্পোরেশনের অনুমতি নিয়েই হোর্ডিং লাগাতে হবে। এই ক্ষেত্র নজরদারি বা়ড়াতে এবার কিউআরটি কোডের ব্যবস্থা করবে কর্পোরেশন।শহরের হোর্ডিং নিয়ে বেশ কিছু নতুন পরিকল্পনার কথাও জানান  মেয়র।তার দাবি ভারতের বড় শহরগুলির হোর্ডিং পলিসি দেখে নিয়েই এই শহরের নতুন হোর্ডিং পলিসি আনা হবে।একই সঙ্গে শহরের পার্কিং পলিসিতেও আমূল বদল আনা হবে বলে জানান মেয়র। পাশাপাশি পার্কিং ব্যবস্থাকে উন্নত করতে কলকাতা কর্পোরেশনের নিয়ে আসছে একটি আ্যপও।

তবে কলকাতা কর্পোরেশনের আইন বিভাগকে নিয়েও চিন্তিত মেয়র। এই দিন জানান এই বিভাগের কাজ কর্মের আমূল পরিবর্তন  আনা হচ্ছে।পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় আইনবিভাগের কাজ কর্ম পরিচালিত হবে। সেই ক্ষেত্রে কর্পোরেশনের পক্ষে ও বিপক্ষে হওয়া সব মামলাতেই নজরদারি রাখা সহজ হবে। মেয়র ফিরহাদ হাকিম জানান এবার থেকে কর্পোরেশনের আইন বিভাগে ছয় মাসের পুরনো মামলা প্রযুক্তির মাধ্যমে উঠে আসবে কম্পিউটারের পর্দায়।সহজেই এই মামলার আইনজীবী থেকে সংশ্লিষ্ট দপ্তর নজর রাখতে পারবে মামলার গতি প্রকৃতির উপর।তিনি জানান এবার থেকে কর্পোরেশনের আইনবিভাগ সব মামলার আইনজীবী কে ,বিপক্ষের আইনজীবী কে, কোন আদালতে মামলা হচ্ছে,সেই আদালতের বিচারক ও বিচারপতিকে এই সব তথ্য থাকবে সেখানে।মেয়রের দাবি এই ভাবে গুছিয়ে আইনবিভাগ কাজ করলে ,সব মামলায় কর্পোরেশনকে হারতে হবে না।ইতিমধ্যেই মামলায় জিতে রক্সি সিনেমা হলের মালিকানা কলকাতা পুরসভার হাতে পুরোপুরি চলে এসেছে। সেখানে কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগকে নিয়ে যাওয়া হবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।শহরের অনেক জায়গা ও প্লট আদালতের নির্দেশ সিল হয়ে আছে। কোনটা ইডি অথবা সিবিআই সিজ করে রেখেছে। সেই সব জায়গায় নোংরা জমে থাকার ফলে শহরে মশা মাছির উপদ্রব  বাড়ছে। সিবিআই এবং ই ডি কাছে আবেদন জানানো হবে সেই বাড়ি তাদের উপস্থিতিতে কর্পোরেশনের সাফাই কর্মীরা পরিস্কার করতে যাবে।সেই কাজে সহায়তা পেলে শহরকে আরো পরিস্কার রাখা যাবে বলে মত কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিমের।

 

About Post Author