সময় কলকাতা ডেস্ক : আসন্ন পুরসভা নির্বাচনকে ঘিরে চারিদিকে শুরু হয়েছে রাজনৈতিক হিংসা, ক্ষোভ-বিক্ষোভ। দলের হয়ে জোরকদমে প্রচার চালাচ্ছেন সব নেতাকর্মীরা। আর এর মধ্যেই সিআরপিএফ দিয়ে কাঁথি পুরসভার ১৩ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর পার্টি অফিসে হামলা চালালোর অভিযোগ উঠেছে। অভিযোগের তীর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে। অভিযোগ, এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুপ্রকাশ গিরির উপর হামলা চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কাঁথি শহরজুড়ে।
সূত্রের খবর, রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির পুত্র তথা শাসকদলের কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী। এই ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে শুক্রবার সন্ধ্যায় রোড শো করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তৃণমূলের অভিযোগ, সেইসময় পরিকল্পিতভাবে তাঁর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে সুপ্রকাশ গিরির পার্টি অফিসের সামনে থাকা কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। ঘটনার কথা জনতে পের সুপ্রকাশ গিরি ছুটে এলে তাঁর উপর হামলা চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পাশাপাশি তাঁর পার্টি অফিসে হামলা চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আক্রান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্রকাশ গিরি জানান, ‘সিআরপিএফ নিয়ে প্রচারে যাওয়া যাবেনা গুন্ডা বাহিনীর কাজ করছে।’
More Stories
প্রসঙ্গ বাংলাদেশ : সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাস্তায় মতুয়ারা
রাজ্যসভার চেয়ারম্যান ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কংগ্রেসের! কী অভিযোগ হাত শিবিরের?
হাইকোর্টের রায়ে পঞ্চায়েতে ফিরেও ঘর ছাড়া আরাবুল